বিনোদন ডেস্ক : মাসখানেক আগেই অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই সময় অনেক তারকাই সরাসরি ভোট করতে আওয়ামী লীগসহ অনেক দলের মনোনয়ন ফরম কিনেছিলেন। কিন্তু মনোনয়ন পেয়েছেন হাতেগোনা কয়েকজন।
এবার সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে মরিয়া হয়ে উঠেছেন শোবিজের নারী তারকারা। মূল নির্বাচনের মতো এই আয়োজনেও নারী তারকাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
প্রথম দিন থেকেই ফরম কিনতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছুটে গেছেন অনেক তারকা। তারই ধারাবাহিকতায় সংরক্ষিত নারী আসনের (ঢাকা -১৭) ফরম কিনলেন কণ্ঠশিল্পী ইভা আরমান (শেখ উর্মি আরমান)।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শকে প্রতিষ্ঠিত করতে চান বলে জানান তিনি। ইভা বলেন, আমাদের জননেত্রী যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে সংসদে যাওয়ার সুযোগ দেবেন। আমি সব সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আছি। প্রধানমন্ত্রী আমার আদর্শ। আমি তার দেখানো পথে হেঁটে যেতে চাই।
Leave a Reply