কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ৭শ ৬০ জন শীতার্তদের মধ্যে কম্বল বিতরন করেছে বেসরকারি সংস্থা গুড নেইবারস বাংলাদেশ।
রোববার সকাল ১১ টায় সদর উপজেলার যাত্রাপুর আদর্শ মহাবিদ্যালয় মাঠে ৪শ ৩০ জনের মাঝে কম্বল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বেসরকারি সংস্থা গুড নেইবারস বাংলাদেশ এর ডিরেক্টর আনন্দ কুমার দাস, ম্যানেজার দীপক কুমার দাস, যাত্রাপুর আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ক্ এরশাদুল হক খান, বীর মুক্তিযোদ্ধা ডা. সাখাওয়াত হোসেন, ইউপি সচিব নাজমুল ইসলাম, ইউপি সদস্য রিপন হাওলাদার প্রমূখ। এরপর দুপুরে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩৩০ জনের মধ্যে কম্বল বিতরন করা হয়।
এছাড়াও সংস্থাটি কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাও, নীলফামারী জেলার বিভিন্ন্স্থানে শীতার্তদের মাঝে মোট ৩ হাজার ৮শ কম্বল বিতরন করেছে।
Leave a Reply