স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের উদ্যোগে চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের মদনমোহন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইউপি চেয়ারম্যান মোঃ মনজুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্য্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস, এম নুরুল আমিন সরকার, চ্যানেল-৬৯ এর চেয়ারম্যান মোঃ আলমগীর হোসাইন, ইউপি সদস্য মোঃ আয়নাল হক ও মোছাঃ রেখা বেগম, প্রত্যাশ প্রকল্পের ম্যানেজর রাজ কুমার মন্ডল, প্রজেক্ট অফিসার তারেকা বেগম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এদিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে সকালে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সহযোগিতা করেন, বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিল্প, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ, ইএসডিও।
Leave a Reply