নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে নব যোগদানকৃত উপজেলা নিবার্হী কর্মকর্তা সিব্বির আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করেছে নাগেশ^রী উপজেলা শিক্ষা পরিবার ও মাধ্যমিক শিক্ষা অফিস। গতকাল উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের হাতে এই সম্মাননা স্মারক প্রদান করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, রায়গঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আখেরুজ্জামান ভুট্টু, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আনিসুর রহমান আনিস, সুখাতি উচ্চ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, নাগেশ্বরী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম নবী, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ওমর ফারুক, বুড়িরহাট মাদরাসার সুপার সোহরাব হোসেনসহ অনেকে।
Leave a Reply