আজকের তারিখ- Mon-06-05-2024
 **   উলিপুরে ব্রিজ ভাঙা, আতঙ্কে এলাকাবাসী **   সারাদেশে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি **   সেনাবাহিনীকে আরও দক্ষ ও যুগোপযোগী করে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী **   আরব আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান! **   প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে: শিক্ষামন্ত্রী **   দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রবিবার **   প্রধানমন্ত্রীর ভারত-চীন-ব্রাজিল সফরের প্রস্তুতি **   টিকিট কেটে সরকারি হাসপাতালে চোখ দেখালেন প্রধানমন্ত্রী **   লন্ডনে পররাষ্ট্রমন্ত্রী বিশ্বশান্তির লক্ষ্যে গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ **   গণমাধ্যম স্বাধীন, অপপ্রচার করলে ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

সিনেমার প্লেব্যাক শিল্পী তালিকায় কুড়িগ্রামের পঞ্চানন রায়

মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টার: বাংলা সিনেমার প্লেব্যাক শিল্পী তালিকায় নাম লেখালেন কুড়িগ্রামের শিল্পী পঞ্চানন রায়। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ চলচিত্র ”মেঘনা কন্যা”। মঙ্গলবার ২ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির একাংশ প্রকাশ হয়েছে। যেখানে তোমাকে দেখিবার মনে চায় নামক একটি গানে কন্ঠ দিয়েছেন কুড়িগ্রামের ভাওয়াইয়া ও লোক সংগীতের কিংবদন্তি শিল্পী পঞ্চানন রায়।

গ্রাম ও শহরের দুই নারীর শিকল ভাঙ্গার গল্প ও নারী পাচারকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটির প্রথম ট্রেজার প্রকাশ হয়েছে এই বছরের ঐতিহাসিক ৮ মার্চ। ট্রেজার প্রকাশ হওয়ার পর থেকে সিনেমাটির দিকে দৃষ্টি ছিলো সিনেমা প্রেমিদের। এরপর সিনেমার একাংশ প্রকাশ হতে না হতেই পঞ্চানন রায়ের গাওয়া ‘তোমাকে দেখিবার মনে চায়’ গানটি নেটিজেনদের প্রশাংশা কুড়াতে শুরু করেছে। অনেকের ফেসবুকে ওয়ালে এখন ভাসছে সিনেমার এই গানটি। যেখানে গানের শিল্পীকে অভিনন্দন জানিয়েছেন অনেকে।

পঞ্চানন রায় ১৯৬৮ সালের ১৫ ফেব্রুয়ারী কুড়িগ্রামের উলিপুর উপজেলার পূর্ব নাওডাঙ্গা গ্রামে জন্মগ্রহন করেন। মায়ের মুখে গান শুনতে শুনতে গানের প্রতি আকৃষ্ট হন তিনি। শিশু কালেই তাঁর সংগীতের হাতে খড়ি দেন সংগীত অনুরাগী বাবা মনোরঞ্জন রায়। এরপর ওস্তাদ নির্মল কুমার দের কাছ থেকে প্রথমে সংগীতের দিক্ষা নেন। পরে অনন্ত কুমার দে, ভূপতি ভূষণ বর্মাসহ অনেক গুনি শিল্পীর কাছে তিনি গানের তালিম নেন তিনি।

পঞ্চানন রায় এরইমধ্যে জেলা ছাড়িয়ে দেশ ও বিদেশে ভাওয়াইয়া ও লোকসংগীতের শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক। এরইমধ্যে ৩ শতাধিক গান লিখেছেন এই প্রতিভাবান কন্ঠ শিল্পী। তাঁর লেখা গানের মধ্যে কোনটেয় গেল মাও জননী রে,  ভই ভই করি আলো জ্বলে মোর বন্ধুর বাড়িতে, কন্যা তুই লিপিষ্টিক দেইস না, ও মোর ফুলমতি, তোর সাতে মোর কিসের পিরিতি, কিরে ডোলডোং ডোলডোং করে নিমের দোতরারে, নাও দিয়া গড়াই গড়াই মাছ আন্দিয়া থুচোং তরকারি উল্যেখযোগ্য।

২০১২ সালে আরডিআরএস বাংলাদেশ এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তাঁর লেখা ও সুর করা চলো হাত বাড়াই মানুষের পাশে দাড়াই, আগামীর পৃথিবীকে সুন্দর করে সাজাই শিরোনামে একটি গান পরিবেশন করেন। যা আরডিআরএস বাংলাদেশ এর থীমসং হিসেবে পরিবেশিত হচ্ছে। আর কে রোড নামক এ্যালবামেও পঞ্চানন রায়ের একটি মৌলিক গান প্রকাশিত হয়েছে।

তিনি নিজ গ্রামে গুরুগৃহ নামক একটি সংগীত একাডেমী প্রতিষ্ঠা করেছেন। সেখানে শিক্ষার্থীরা গান ও যন্ত্র সংগীতের তালিম নিচ্ছেন। সিনেমায় প্রথম প্লেব্যাক সংগীতের অনুভুতি জানতে চাইলে পঞ্চানন রায় জানান, অনেকেই অভিনন্দন জানাচ্ছেন ভালো লাগছে। যা প্রকাশ করার মতো নয়। এটি আমার জীবনের অনন্য অভিজ্ঞতা। সামনে যেন আরও ভালো ভালো গান আপনাদের উপহার দিতে পারি এজন্য সকলে আমাকে আশির্বাদ করবেন।

তিনি আরও জানান, সিনেমাটির নির্বাহী প্রযোজক জাহিদুল ইসলামের আমন্ত্রনে গানটিতে কন্ঠ দেয়ার সুযোগ হয়েছে। গত বছর ঢাকায় গানটি রেকর্ড করা হয়। কাজী সাইফুল ইসলাম ও আনোয়ার আজাদ এর প্রযোজনায় ও ফুয়াদ চৌধুরী পরিচালিত সিনেমাটিতে সহযোগীতা করেছে সুইজারল্যান্ড। পাশাপাশি মেঘনা কন্যা’র টেলিভিশন পার্টনার দীপ্ত টেলিভিশন এবং ওটিটি পার্টনার দীপ্ত প্লে। ‘তোমারে দেখিবার মনে চায়’ গানটির রচনা ও সুর করেছেন ক্বারী আমরি উদ্দিন এবং সংগীত পরিচালনা করেছেন বিপ্লব বড়ুয়া।

সিনেমাটির পরিচালক ফুয়াদ চৌধুরী জানান, সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে “মেঘনা কন্যা”। সিনেমাটিতে অভিনয় করেছেন কাজী নওসাবা, ফজলুর রহমান বাবু, সাজ্জাদ হোসেনের মতো শিল্পীরা।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )