আজকের তারিখ- Mon-20-05-2024

ঝিনাইদহে ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের বর্ষা নির্বাচিত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে উপজেলা পরিষদ নির্বাচনে আবারও বর্ষা নামে তৃতীয় লিঙ্গের একজন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইদহ সদর উপজেলা থেকে তিনি নির্বাচিত হন।

বুধবার (৮ মে) রাতে সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. কামরুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।
বর্ষা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৪২৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী আরতী দত্ত পেয়েছেন ২৩৩৫২ ভোট।
এর আগে জেলার কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় লিঙ্গের পিংকি খাতুন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন।
এছাড়া কালীগঞ্জ উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। তিনিও বর্তমান পরিষদে দায়িত্ব পালন করছেন।
নির্বাচিত হয়ে বর্ষা জানান, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এজন্য আমি আনন্দিত। আমি ঝিনাইদহবাসীর প্রতি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, সমাজে আমরা অবহেলিত। সবাই হিজড়াদের অন্য চোখে দেখে। আমি নির্বাচিত হয়েছি। এখন আমি কাজ দিয়ে প্রমাণ করতে চাই, হিজড়ারাও অন্যদের মত উন্নয়নে অবদান রাখতে পারে। হিজড়ারা যে সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ তা প্রমাণ করতে চাই।
প্রথম ধাপের এ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ঝিনাইদহ পৌর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান মাসুম। তিনি ৫০ হাজার ৭৪৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দী জেএম রসিদুর আলম পান ৪৩ হাজার ১৭০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে সদর থানা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক এনামুল হক এনাম ৪০৭০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল্লাহ ইবনে আব্বাস পেয়েছেন ৪০৩২০ ভোট।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )