আজকের তারিখ- Tue-07-05-2024

চিলমারীতে বাল্যবিবাহ ও শিশু শ্রম প্রতিরোধ ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ সংস্থার উদ্যোগে কেএনএইচ (KNH) জার্মানীর সহযোগীতায় চিল্ড্রেনস্ এমপাওয়ারমেন্ট ফর প্রোটেকশন, পার্টিসিপেশন এন্ড ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার থানাহাট ও রমনা ইউনিয়নে পিছিয়ে পড়া ও অধিকার বঞ্চিত এবং নির্যাতিত শিশু, কিশোরী ও নারীদের উন্নয়ন এবং অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষনীয় সেশন ও প্রশিক্ষন প্রদানের মাধ্যমে সচেতন ও আত্ম-নির্ভরশীল করার জন্য কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার থানাহাট ইউনিয়নের কিশামত বানু খামার পাড়া গ্রামে কিশোর-কিশোরী, নারী, পুরুষ, সুশিল সমাজের নেতৃবৃন্দ, কাজী, ইমাম, স্কুল শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক সকলের অংশগ্রহনে সকাল ১০টায় একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে আলোচনা সভা ও পথ নাটক অনুষ্ঠিত হয়। থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উউপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সভায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের সিইপিপিডি প্রকল্প ম্যানেজার রাজ কুমার মন্ডল, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, চিলমারী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু, ইউপি সদস্য মোঃ ইউনুস আলী, সোনারী পাড়া মীম-ছীন বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ সাজ্জাদ-উল করিম প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে স্বপ্নছোঁয়া কিশোরী উন্নয়ন দলের কিশোরীরা বাল্যবিবাহ ও শিশু শ্রমের কুফল এবং প্রতিরোধের উপরে একটি নাটিকা উপস্থাপন করেন। নাটিকা শেষে প্রায় ২৫০ পরিবার শপথ করেন যে তারা আর শিশুদের কে বাল্য বিবাহ ও শিশু শ্রম করাবে না। শপথ এর ¯েøাগান ছিল ‘আর নয় বাল্য বিয়ে এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, বই কলম হাতে চাই লেখা পড়া শিখতে চাই, স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই বাল্য বিবাহ কে বিদায় জানাই’।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )