কুড়িগ্রাম প্রতিনিধি: উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও নিউজ নেটওয়ার্ক এর আয়োজনে কুড়িগ্রামে নারী ও মেয়েদের অধিকার এবং আন্তর্জাতিক আইন মান বিষয়ে মানবাধিকার অধিকার সুরক্ষাকারী স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক, মিডিয়া গেটকিপার্স সিভিল সোসাইটি প্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ’ শেষে কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে শুক্রবার দুপুরে প্রশিক্ষণের সমাপ্তি ও সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম- ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাফর আলী। বিএইচআরডিএফ এর সভাপতি একেএম সামিউল হক নান্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রশিক্ষক নারী উদ্যোগ কেন্দ্র এর নির্বাহী পরিচালক মাশহুদা খাতুন শেফালী, দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক এস এম ছানানাল বকসী, সাংবাদিক শ্যামল কুমার ভৌমিক প্রমুখ। প্রশিক্ষণে স্থানীয় সিনিয়র সাংবাদিক, সিভিল সোসাইটির প্রতিনিধি, নারী সংগঠনের প্রতিনিধিসহ মোট ২৫ জন অংশগ্রহণকারীদের মাঝে অনুষ্ঠানের প্রধান অথিতি সনদপত্র বিতরন করেন। আয়োজক সংস্থা জানান যে, ৪ ব্যাচে জেলার মোট ১০০জন মানবাধিকার অধিকার সুরক্ষাকারীকে এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন প্রকল্পটি নিউজ নেটওয়ার্ক এবং উদয়ঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) সম্মিলিতভাবে বাস্তবায়ন করছে।
Leave a Reply