স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীর মাদক সম্রাট খোকা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সবুজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয় এ মাদক বিক্রেতাকে। এ সময় পুলিশ তার বাড়ী থেকে ৫৫ বোতল ফেনসিডিল ও ১৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, গ্রেফতারকৃত মাদক স¤্রাট খোকা মিয়ার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক ব্যবসাসহ ২০টিরও অধিক মামলা রয়েছে। শুক্রবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে কুড়িগ্রাম জেলা হাজতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসায়ী খোকা মিয়া উপজেলার সবুজপাড়া এলাকার মৃত নেশ মামুদের পুত্র।
Leave a Reply