নুরবক্ত আলী, উলিপুর,কুড়িগ্রাম সংবাদদাতাঃ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়েরকৃত মামলায় ১২জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের দিগর মালতিবাড়ি গ্রামের মৃত সামসুদ্দিন সরকারের পূত্র মফিজুল হক(৮০), হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ গ্রামের মৃত তাহের উদ্দিনের পূত্র মাওঃ আকবর আলী (৭৮), ডোবার পাড় (তৎকালীন রামখানা) গ্রামের মৃত আঃ জলিলের পূত্র শাহাজাহান আলী(৬৮), ওই গ্রামের মৃত নজিম উদ্দিনের পূত্র সাইদুর রহমান ওরফে সৈয়দ মাওলানা(৬২), উপজেলার দূর্গাপার ইউনিয়নের গোড়াই গ্রামের মৃত আঃ জব্বারের পূত্র নুর ইসলাম(৫৮), একই এলাকার ইরফান আলীর দুই পূত্র ইছাহাক আলী(৬৩) ও ইসমাইল হোসেন (৬৬), মৃত আমান উল্লার পূত্র ওসমান আলী (৬৮), মতিউল্লার পূত্র আব্দুর রহমান(৬৩), বছিয়ত উল্লার পূত্র সোলেমান আলী(৭২),আঃ জব্বারের পূত্র আব্দুর রহিম (৬৩), মৃত ফজল উদ্দিনের পূত্র আঃ কাদের (৬৫)।।
পুলিশ সুত্রে জানা গেছে, এক বছর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি তদন্তকারীদল বহুল আলোচিত হাতিয়া গণহত্যাসহ মুক্তিযুদ্ধকালীন সময়ে এ এলাকার সকল হত্যাকান্ডের তদন্ত শুরু করেন। তদন্তকারী দল কয়েক দফা তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। মামলা নং-০১/২০২০ইং। মামলা দায়েরের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এসব যুদ্ধাপরাধীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
Leave a Reply