স্টাফ রিপোর্টারঃ আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় শারদীয় দূর্গাপূজা উৎসব যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উদ্যাপনের লক্ষে এক সভা উপজেলা পরিষদ সভাকক্ষে সোমবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ সাজেদা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। সভায় জানোনো হয়, এবছর চিলমারী উপজেলার ২৬টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গাপূজা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পালনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়।
Leave a Reply