স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম যাতে না ঘটে সেজন্য সরকারি নির্দেশ অনুযায়ী চিলমারী উপজেলার দোকানপাটগুলো সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার এ ,ডবিøউ, এম রায়হান শাহ্ ও চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম উপজেলার সকল হাট বাজারে গিয়ে মাইকিং করে সবাইকে সচেতন করেন এবং সেই সাথে যেন লোকজনের সমাগম না ঘটে সেজন্য উপজেলার সকল দোকান পাট সাময়িকভাবে বন্ধ করে দেন। তবে নিত্যপ্রয়োজনীয় পন্যের দোকান ও ঔষুধের দোকান, সবজী দোকান খোলা রয়েছে। সেই সাথে বাজারদর মনিটরিং করা হচ্ছে।
Leave a Reply