স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলার জনসাধারণকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করার লক্ষ্যে গত ৭দিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বেসরকারি শিক্ষা ও কল্যাণমুলক প্রতিষ্ঠান মেধাবী কল্যাণ সংস্থা। সংস্থার স্বেচ্ছাসেবক প্রধান ও প্রতিষ্ঠাতা মোঃ নুরুল আলম জানান, গত ৭দিন ধরে উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ ও পোষ্টারিং করে যাচ্ছেন। তিনি বলেন, গত ৩দিন ধরে মাইকিং করাসহ উপজেলার জোড়গাছ নতুন বাজার, পুরাতন বাজার, তেলীপাড়া, খরখরিয়া, শরীফেরহাট, রমনা, বাঁধের মোড়, থানাহাট বাজার, বিভিন্ন মসজিদ, স্থাপনা, উপজেলা পরিষদ ক্যাম্পাসসহ বিভিন্নস্থানে জীবানুনাশক ঔষধ স্প্রে করছেন। পাশাপাশি গরীব অসহায়দের মাঝে বিনামূল্যে মাস্ক ও সাবান বিতরণ করছেন। এছাড়াও মেধাবী কল্যাণ সংস্থা হতদরিদ্রদের মাঝে জরুরী খাদ্য সহায়তা প্রদান করছেন। সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানান তারা।
Leave a Reply