স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে ১২জন জুয়াড়ুকে গ্রেঢফতার করেছে চিলমারী মডেল থানা পুলিশ।
সোমবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী ইউনিয়নের ঢুষমারা গ্রামের বাদশাহ মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে একটি চৌচালা টিনের ঘর থেকে জুয়া খেলারত অবস্থায় জুয়ার সরঞ্জামাদিসহ ১২জন জুয়াড়–কে গ্রেফতার করেন চিলমারী মডেল থানার এস,আই শরীফ উদ্দিন শেখ ও এ,এস,আই আখেরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্সগণ। এব্যাপারে চিলমারী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ০৮, তারিখ- ২৪/০৯/২০১৯খ্রিঃ। গ্রেফতারারকৃতরা হলেন, ঐ গ্রামের বকুল মিয়া (৩০), বাদল মিয়া (৩৮), বাদশাহ মিয়া (২২), উমর ফারুক (৩০), মঞ্জিল হক (৬), আজিজুর রহমান (৪৫), সামিনুল ইসলাম (৩২), আমজাদ হোসেন (২৪), মোর্শেদ আলী (৩০), আমিনুল ইসলাম (৩৮), মশিউর রহমান (৩০) ও মোসলেম উদ্দিন (৪২)। গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply