নুরবক্ত আলী, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে এখন পর্যন্ত ৮২জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে শেষ করেছে ৭৩জন। সোমবার (৩০মার্চ) দুপুরে আর ০৯ জন কোয়ারেন্টাইনে রয়েছে বলে উলিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার জানান।
করোনা ভাইরাস সংক্রমন রোধে গণ-সচেতনতা,সামাজিক দুরুত্ব বজায় রেখে চলাচলসহ সকল বিষয়ে উপজেলায় প্রচার-প্রচারনা করা হচ্ছে । উপজেলা প্রশাসনসহ সকলের সহায়তায় কাজটি করা হচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধ এবং সংক্রমন রোধে জনসচেনতা বাড়াতে প্রশাসন উপজেলার বিভিন্ন হাট বাজারগুলোতে সার্বক্ষণিক নজরদারি করছেন।
অপরদিকে উলিপুরে শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলায় করোনা ভাইরাসের বিস্তার রোধ ও চলমান পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ সামগ্রী বিতরণ অব্যহত আছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের।
Leave a Reply