আজকের তারিখ- Tue-21-10-2025
 **   কুড়িগ্রামে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষা ও সমাজভিত্তিক পুনর্বাসন বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত **   আওয়ামী লীগ সচল নাকি নিষিদ্ধ থাকবে, সেটি সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার: রিজভী **   ক্যারিবিয়দের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ **   সানায়ে তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী **   তিস্তা বাঁচাতে ১৫ মিনিটের জন্য থমকে যাবে রংপুরসহ পাঁচ জেলা **   দেশের পরিচালকদের বিরুদ্ধে জয়ার বিস্ফোরক মন্তব্য ! **   ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে টিউশন ফি **   কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ উলিপুর থানার ওসি জিল্লুর রহমান **   আমাদের বড় বিজয় হয়েছে, কাল থেকে শ্রেণিকক্ষে ফিরছি: আজিজী **   বান্দরবান থেকে বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেপ্তার

চিলমারীতে মিথ্যা মামলায় আটক জেলের মুক্তির দাবিতে মানববন্ধন

হাবিবুর রহমান: কুড়িগ্রামের চিলমারীতে “মিথ্যা মামলায় আটক জেলে রবীন্দ্রচন্দ্র ও গোবিন্দ্র চন্দ্রের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার, জেলে হয়রানি বন্ধ এবং জেলেদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় জেলেদের পরিবার ও এলাকাবাসী।
মঙ্গলবার (১৪ই অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার রমনা ইউনিয়নে, জোড়গাছ পুরান বাজার মাঝিপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে, ভুক্তভোগী জেলে সম্প্রদায়ের সদস্যরা মৎস্যজীবি দলের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধন পালন করেন।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রবীন্দ্র চন্দ্রের (আটক জেলের) স্ত্রী আলো রাণী বলেন, আমার স্বামীক যেন তারাতাড়ি ছারি দেয়, হামার সংসারে তাই একমাত্র আয়ের মানুষ। একখ তাই জেলে থাকায়, ছাওয়া-পোয়া নিয়ে না খায়া আচি। এলা হামার সংসার কাই চলায়। নদীত একদিন মাচ না ধরলে হামার সংসার চলে না বলে জানান তিনি। গোবিন্দ্র চন্দ্রের স্ত্রী পুতুল রাণীও বলেন, হামার স্বামীক ধরি নিয়ে যায়া জেলোত ধুচে। এখন সংসার চলা, কিস্তির টেকা আর জামিনের টেকা কডে থাকি জোগাড় করি এলা। নদীতে মাচ ধরা কি অপরাধ, পুলিশ হামার জেলেদের দেখতে পারে না। প্রশাসনের হয়রানি থেকে হামরা গুলে কেমন করি মুক্তি পামো বলে জানান তারা। এ বিষয়ে চিলমারী উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমজাদ হোসেন বলেন, জেলেদের কষ্টের কথা কেউ ভাবে না। সরকারি বরাদ্দের ২৫কেজি চাল দিয়ে কিভাবে ৪-৫ জনের পরিবার ২২দিন চলবে, তাতে আবার তেল-ডাল, লবণ ও সবজি কে কিনে দেবে। জেলেরা তো মাসিক কোন বেতন পায় না। তিনি অবিলম্বে আটককৃত জেলেদের মুক্তির দাবি জানান। এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক নুর আলম, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বাবু, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আবু ওবাইদুর খাজা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু সাইদ হোসেন পাখি, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তাইবুর রহমান, সাবেক যুবনেতা ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বকুল,এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমিমুল এহসান জাকী, বিএনপি নেতা আকিবুর রহমান আকাসহ আরও অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )