স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ও চিলমারী ইউনিয়নে ফ্রেন্ডশিপের উদ্যোগে ইন্টারফেস সভা অনুষ্ঠিত হয়েছে।
Community Scorecard (CSC) এর চূড়ান্ত সভা “ইন্টারফেস মিটিং” নয়ারহাট ইউনিয়নের উত্তর ফেসকা কমিউনিটি ক্লিনিকে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সহকারী মোঃ হাসান আলী, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আলমগীর হোসেন, সিএইচসিপি মোঃ অন্তর হাসান, এফডাব্লিউএ মোছাঃ আমিনা খাতুন, নয়ারহাট ইউপি সদস্য, মোঃ আব্দুস সাত্তার, ফ্রেন্ডশিপের সুশাসন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ আব্দুল মান্নান, প্রজেক্ট অফিসার মোঃ মেহেদী হাসান প্রমুখ।
গভায়, সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে উক্ত কমিউনিটি ক্লিনিক থেকে সেবা গ্রহীতা যারা অত্র এলাকার তাদের সাথে মুখোমুখি বসা হয়। আলোচনার লক্ষ্য ছিল এবং সেবা গ্রহীতার মধ্যে আন্তঃসম্পর্ক উন্নত করা, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা, মান উন্নয়নের বাঁধাগুলি চিহ্নিত করা, সেবাদাতাদের নির্ধারিত সময় পর্যন্ত সেবা প্রদান, রোগ নির্ণয়ের উপকরণ, ঔষধ সরবরাহ করতে কোথায় এবং জনগণের বা সেবা গ্রহীতাদের সচেতনতা বৃদ্ধির জন্য স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ক্যাম্পেইন বা দিবস উদযাপনের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়। মিটিং শেষে চিহ্নিত বিষয়গুলো যেন সফলতার সাথে মোকাবেলা করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়, সেজন্য প্রতিটি চিহ্নিত বিষয় মাথায় রেখে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয় এবং কত সময়ের মধ্যে করা হবে, কারা কারা বাস্তবায়ন করবে সে সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়।








Leave a Reply