আজকের তারিখ- Wed-29-10-2025
 **   চিলমারীর চরাঞ্চলে নারী সমাবেশ অনুষ্ঠিত **   ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার **   নির্বাচন নিয়ে প্রতিশ্রুতি ভাঙলে ড. ইউনূসকেই দায় নিতে হবে : ফখরুল **   জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের **   নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের উদ্যোগে শিশু নির্যাতন বাল্যবিবাহ বন্ধে স্থানীয় স্টেকহোল্ডার ও বিভিন্ন গ্রুপের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত **   চিলমারীতে ফ্রেন্ডশিপের ইন্টারফেস সভা অনুষ্ঠিত **   ফের মায়ানমারের গুলি এসে পড়ল সীমান্তের এপারে বসতঘরে **   নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত **   বাণী: জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : ড. ইউনূস **   নির্বাচনে সব দলকেই অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

চিলমারীর চরাঞ্চলে নারী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বড়বাক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত স্বার্থক ও প্রাণবন্ত নারী সমাবেশে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কুড়িগ্রামের নিরাপদ খাদ্য অফিসার মোঃ মুশফিকুর রহমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়বাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আখতার। অন্যান্যের মধ্যে ফ্রেন্ডশিপের সুশাসন প্রকল্পের এ্যাসিসটেন্ট প্রজেক্ট অফিসার মোঃ আব্দুল মান্নান।
সমাবেশের মূল উদ্দেশ্য ছিল উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গঠন এবং সমাজে নারীদের সচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধি।
জেলা তথ্য অফিসের আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সহযোগিতা করে ফ্রেন্ডশিপ সুশাসন প্রকল্প, ইনক্লুসিভ সিটিজেনশিপ সেক্টর, চিলমারী। সমাবেশে এলাকার বিপুলসংখ্যক নারী ও কিশোরীরা অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতি, উৎসাহ ও আগ্রহে অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও অর্থবহ।
সমাবেশে বক্তাগন, নিরাপদ খাদ্যাভ্যাস: পরিমাণ মতো লবণ ও চিনি গ্রহণের উপকারিতা এবং অতিরিক্ত গ্রহণের ক্ষতিকর দিক তুলে ধরেন।
প্রতিদিনের খাদ্য তালিকায় শাকসবজি, ফলমূল ও পরিমিত খাদ্য অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়।
অস্বাস্থ্যকর ও অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার পরিহার করার আহ্বান জানানো হয়, কারণ এগুলো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলার মাধ্যমে সুস্থ, সচেতন ও কর্মক্ষম সমাজ গঠনের বার্তা প্রদান করা হয়।
বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী উন্নয়ন: বক্তারা বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন, এটি কেবল একটি মেয়ের জীবনে নয়, সমাজের অগ্রগতিতেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কিশোরীদের শিক্ষা ও আত্মনির্ভরতা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।
নারীর অধিকার, আত্মসম্মান ও সামাজিক অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান জানানো হয়।
সুশাসন প্রকল্পের ভূমিকা: ফ্রেন্ডশিপের সুশাসন প্রকল্পের এ্যাসিসটেন্ট প্রজেক্ট অফিসার মোঃ আব্দুল মান্নান সুশাসন প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, প্রকল্পটির মূল লক্ষ্য হলো নাগরিকদের অংশগ্রহণমূলক উদ্যোগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা, সামাজিক জবাবদিহিতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সেবার মান উন্নয়ন।
এছাড়া তিনি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম যেমন কমিউনিটি স্কোরকার্ড, জনসচেতনতা বৃদ্ধি, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন সম্পর্কেও উপস্থিত নারীদের অবহিত করেন ও লিগ্যাল এইড এর মাধ্যমে আইনি সেবা পাওয়ার বিষয়টিও তুলে ধরেন।
সামাজিক সচেতনতা ও তথ্যের ভূমিকা: জেলা তথ্য অফিসার তাঁর বক্তব্যে বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নারীদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি সামাজিক উন্নয়ন, কিশোরী উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং স্বাস্থ্যসম্মত জীবনধারা নিয়ে বিশদ আলোচনা করেন। তথ্য অফিসের পক্ষ থেকে অংশগ্রহণকারী নারীদের বিভিন্ন সরকারি তথ্যসেবা ও জনসচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।
সমাবেশে উপস্থিত নারীরা বলেন, এই ধরনের কার্যক্রম তাঁদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেছে বিশেষ করে খাদ্যাভ্যাস, স্বাস্থ্য সচেতনতা, এবং পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা সম্পর্কে তারা আরও আত্মবিশ্বাসী হয়েছেন।
সমাবেশ শেষে জেলা তথ্য অফিসার ও উপস্থিত অতিথিবৃন্দ সকল নারী ও কিশোরীদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )