আজকের তারিখ- Thu-30-10-2025
 **   ইসির প্রতীক তালিকায় এবার ‘শাপলা কলি’, গেজেট প্রকাশ **   কুড়িগ্রামে লাইট হাউজ’র সাংবাদিকদের মাঝে ফেলোশিপ প্রদান **   চিলমারীর চরাঞ্চলে নারী সমাবেশ অনুষ্ঠিত **   ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার **   নির্বাচন নিয়ে প্রতিশ্রুতি ভাঙলে ড. ইউনূসকেই দায় নিতে হবে : ফখরুল **   জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের **   নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের উদ্যোগে শিশু নির্যাতন বাল্যবিবাহ বন্ধে স্থানীয় স্টেকহোল্ডার ও বিভিন্ন গ্রুপের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত **   চিলমারীতে ফ্রেন্ডশিপের ইন্টারফেস সভা অনুষ্ঠিত **   ফের মায়ানমারের গুলি এসে পড়ল সীমান্তের এপারে বসতঘরে **   নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত

ইসির প্রতীক তালিকায় এবার ‘শাপলা কলি’, গেজেট প্রকাশ

যুগের খবর ডেস্ক: নির্বাচন কমিশনের নতুন প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসি সচিব আখতার আহমেদ এই গেজেট প্রকাশ করেন।
গেজেটে অনুযায়ী, আর্টিকেল ৯৪ এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর আলোকে তফসিলভুক্ত প্রতীকের তালিকায় ১০২ নম্বরে ‘শাপলা কলি’ প্রতীকটি যুক্ত করা হয়েছে।
শাপলা কলিসহ ইসির তালিকায় আরও তিনটি নতুন প্রতীক তালিকায় যুক্ত করা হয়েছে। এখন সব মিলিয়ে প্রতীকের সংখ্যা হলো ১১৯টি।
এ বছরের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক ছাড়া নিবন্ধন নেবে না বলে জানিয়ে আসছিল। এ নিয়ে দলটির শীর্ষ নেতৃত্ব ইসির ওপর ক্ষোভও প্রকাশ করছিল।
অবশেষে আগের তালিকায় সংশোধন এনে নতুন তালিকা প্রকাশ করল ইসি। এতে ‘শাপলা কলি’র পাশাপাশি আরও নতুন তিনটি প্রতীক যুক্ত করে মোট ১১৯টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। আগে শাপলা সংশ্লিষ্ট কোনো প্রতীকই ছিল না নির্বাচন পরিচালনা বিধিমালায়।
১১৯টি প্রতীকের মধ্যে ৫৩টি নিবন্ধিত দলের জন্য ৫৩টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। আর বাকিগুলোর মধ্যে কিছু পাবে এনসিপিসহ নতুন নিবন্ধন পাওয়া দল। বাকিগুলো সংরক্ষিত থাকবে স্বতন্ত্র প্রার্থীদের জন্য।
সম্প্রতি নির্বাচন কমিশন থেকে এনসিপিকে নিবন্ধন দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে দলটিকে ৫০টি প্রতীক থেকে নিজেদের পছন্দের মার্কা জানাতে বলা হয়। যেখানে বেগুন, বালতিসহ নানা প্রতীক ছিল। দলটি সেই তালিকা বয়কট করে ঘোষণা দেয়, শাপলা এবং শাপলাই হবে এনসিপির প্রতীক। তারা শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন নেবে না।
আর ইসি বলছিল, শাপলা প্রতীকের তালিকায় থাকায় তা কোনো দলকে দেওয়া সম্ভব নয়।
তবে, জুলাই গণঅভ্যুত্থানের সংগঠকদের নিয়ে গঠিত দলটি গো ধরায় অবশেষে প্রতীকের তালিকাই অল্প সময়ের মধ্যে পুনরায় সংশোধন করল ইসি।
আইন অনুযায়ী, নিবন্ধন ছাড়া কোনো দল নিজ প্রতীকে সংসদ নির্বাচনে অংশ নিতে পারে না। আর নিবন্ধনের সময় প্রতীকের তফসিল থেকে দলগুলোকে মার্কা বরাদ্দ দেওয়া হয়।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )