আজকের তারিখ- Tue-21-05-2024
 **   ভিসানীতি নয়, অন্য আইনের প্রয়োগ আজিজ আহমেদের ওপর: ওবায়দুল কাদের **   কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির ৭৫ হাজার উত্তরপত্র পুন:নিরীক্ষণের আবেদন **   শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধ প্রচার করেছেন অহিংসার বাণী : প্রধানমন্ত্রী **   জনস্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার **   মাহিকে দুটি গাড়ি ও ফ্ল্যাট দিয়েছিলাম : আজিজ **   চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা উদয় শঙ্কর **   পুত্র সন্তানের মা হলেন ইয়ামি গৌতম **   ডেসটিনির পরিচালনা বোর্ডের নতুন চেয়ারম্যান ব্যারিস্টার প্রশান্ত **   গাজায় ইসরায়েলি বাহিনী গণহত্যা চালাচ্ছে না : বাইডেন **   গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা সাড়ে ৩৫ হাজার ছাড়ালো

ছেলের প্রতীক্ষায় ববিতা

বিনোদন ডেস্ক: মহামারি করোনায় স্তব্ধ এখন পুরো বিশ্ব। প্রতিদিন করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। সেই সঙ্গে প্রতিটি মানুষের সময় কাটছে আতঙ্কের মধ্যে। করোনার প্রভাব পড়েছে বিনোদন দুনিয়াও। বন্ধ হয়ে গেছে সকল কাজকর্ম। চলছে না কোন নতুন কাজের শুটিং। তারকারা সবাই এখন ঘরবন্দি। অপেক্ষা করছেন কবে বিশ্ব করোনা মুক্ত হবে। শঙ্কায় আছেন ছেলেমেয়ে, পরিবার ও আত্মীয়স্বজনকে নিয়ে।
এমন শঙ্কায় ঘরবন্দি জীবন কাটছে অভিনেত্রী ববিতার। একমাত্র ছেলে অনিক থাকেন কানাডায়। এছাড়া তার আত্মীয়স্বজন অনেকেই দেশের বাইরে থাকেন।
ববিতা বলেন, পরিবারের মানুষদের নিয়ে খুবই শঙ্কায় আছি। ভেবেছিলাম মে বা জুন মাসে কানাডায় ছেলের কাছে যাব, কিন্তু করোনা সব মাটি করে দিলো। কবে যেতে পারবো জানি না। কবে করোনার থাবা কমবে, কবে যোগাযোগ ব্যবস্থা আগের মতো হবে সেটা বলা খুব মুশকিল। পৃথিবীর সব দেশের মানুষই এখন করোনা আতঙ্কে সময় পার করছে। ছেলেটা আমার কাছে থাকলে কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারতাম। একমাত্র ছেলেকে কাছে পাওয়ার অপেক্ষায় আছি। এছাড়া আমার ভাই বোন, আত্মীয়স্বজনদের অনেকেই দেশের বাইরে আছে। তাদের নিয়েও ভয় কাটছে না। সবার সঙ্গে ফোনে কথা বলি, তার পরও মন আর মানে না। এ সব ভেবে খুব অস্থিরতায় সময় কাটছে।’
ঘরবন্দি এই সময়ে তারকারা নিজ নিজ জায়গা থেকে সকলকে সচেতন করার চেষ্টা করছেন। নিজে সচেতন থাকার পাশাপাশি সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে তাদের সচেতনতার বার্তা প্রকাশ করছেন। এ প্রসঙ্গে ববিতা বলেন, ‘এই মহামারি থেকে একমাত্র সচেতনতাই রক্ষা করতে পারে। অকারণে বাইরে না গিয়ে ঘরে থাকুন। জরুরি কোনো প্রয়োজনে যদি যেতেই হয়, তা হলে পর্যাপ্ত প্রতিরোধ ব্যবস্থা নিয়ে যাবেন। এটা এমন একটা ভাইরাস, যা চোখে দেখা যায় না। হয়তো একদিন এটা কমে আসবে, কিন্তু এটার পরবর্তী অবস্থার ভয়াবহতা আরও কঠিন হতে পারে। অর্থনীতি গভীর সঙ্কটের মধ্যে পড়তে পারে। আমাদের এই ছোট দেশে এমন প্রভাব পড়লে সকলেরই জীবন ধারণ মুশকিল হয়ে পড়বে। তাই এখন থেকেই আমাদের আরও বেশি সাবধান হতে হবে।’
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )