যুগের খবর ডেস্ক: ক্যাসিনোসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।
মঙ্গলবার ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের রাজধানীর ধানমণ্ডির বাসায় ১৪ দলের বৈঠকে এ সমর্থন জানানো হয়।
বৈঠকে দেশের সর্বশেষ আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ‘মুজিব বর্ষ ২০২০-২০২১’ উপলক্ষে ১৪ দলের উদ্যোগে কী কর্মসূচি নেওয়া যায়- তা নিয়ে আলোচনা করা হয়।
বৈঠক শেষে মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ক্যাসিনোসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে চলমান অভিযানে ১৪ দল সন্তোষ প্রকাশ করেছে। এ অভিযান অব্যাহত রেখে সব পর্যায়ের দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি ১৪ দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার যে কোনো সিদ্ধান্তে ১৪ দল পাশে থাকবে।
মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে ১৪ দল নেতাদের মধ্যে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দিলীপ বড়ূয়া, শরীফ নূরুল আম্বিয়া, এস কে শিকদার, মইনউদ্দীন খান বাদল, শিরীন আখতার, ডা. শাহাদাত হোসেন, ইসমাইল হোসেন, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
১৪ দলের বৈঠক বৃহস্পতিবার : আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হবে। ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি এক বিবৃতিতে সংশ্লিষ্ট সবাইকে বৈঠকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply