বিনোদন ডেস্ক: দু মাস ধরে গৃহবন্দী রয়েছেন কলকাতার অভিনেত্রী সোহিনী সরকার। এই এতোদিন ধরে ঘরে থাকতে গিয়ে প্রতিনিয়ত বাইরের বিভিন্ন সময়ের স্মৃতি উঁকি মারে। উঁকি মারে প্রিয় মানুষের চেহারা। তেমনই কলেজ স্ট্রিটের মনে রাখার মতো একটি দিনের বিষয় সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন সোহিনী।
সোহিনী লিখেছেন, ‘গৃহবন্দী দু মাস। আমাদের প্রিয় মানুষ, প্রিয় জায়গারা আজ অনেকটাই দূরে, তবু মন জুড়ে তাদের আবার দেখতে পাওয়ার আকাঙ্ক্ষা। আমাদের সকলের এরকমই এক প্রিয় জায়গা কলেজ স্ট্রিট বইপাড়া, কফিহাউস। ফেব্রুয়ারি মাসে এখানের কিছু মুহূর্ত বন্দী করেছিলাম।’
কলকাতায় এই মুহূর্তে যে ক’জন জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন তাদেরমধ্যে একজন সোহিনী। ২০১১-২০১২ সালে সম্প্রচারিত বাংলা ধারাবাহিক অদ্বিতীয়তে তিনি অভিনয় করেন। এর পূর্বে তিনি ওগো বধূ সুন্দরী ধারাবাহিকেও অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র হলো রূপকথা নয়। এর পর তিনি ফড়িং চলচ্চিত্রে অভিনয় করেন ও সকলের কাছে পরিচিত হয়ে ওঠেন। সোহিনী ওপেন টি বায়োস্কোপ, রাজকাহিনী, সিনেমাওয়ালা, ব্যোমকেশ পর্ব, বিবাহ ডায়েরিজ, দুর্গা সহায় প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করে আলোচিত হয়ে ওঠেন।
Leave a Reply