স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট এলাকায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। এর আগে স্বাস্থ্য বিভাগে বার বার জানানোর পরও নমুনা সংগ্রহ করেনি বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ফকিরেরহাট এলাকার নাসির মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৪২) সপ্তাহখানেক আগে নারায়ণগঞ্জ থেকে জ্বর, সর্দি, পেট ব্যথা নিয়ে চিলমারীর বাড়িতে আসেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা হলে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। এ অবস্থায় রাতে শরীরের অবনতি হলে বৃহস্পতিবার সকালে মারা যায়।
রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মন্জুরুল ইসলাম মঞ্জু জানান, শফিকুল ইসলাম করোনার উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে আসলে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে বারবার নমুনা সংগ্রহ করতে বলা হলেও তারা নমুনা সংগ্রহ করেননি। এদিকে বৃহস্পতিবার সকালে সে মারা যায়।
চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম জানান, জনবল সংকটের কারণে আগে নমুনা সংগ্রহ করা যায়নি। বৃহস্পতিবার মারা যাওয়ার পর নমুনা নেয়ার প্রক্রিয়া চলছে।
উপজেলা নির্বাহী অফিসার এ, ডবিøউ, এম রায়হান শাহ্ জানান, করোনা উপসর্গে মারা যাওয়ার কারণে কেউ দাফনে অংশ নিতে চাচ্ছেনা। ফলে ইসলামী ফাউন্ডেশনের লোকজনদের সেখানে পাঠানো হয়েছে। স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করেছে।
Leave a Reply