আজকের তারিখ- Mon-20-05-2024

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে না খেয়ে মরবে না কেউ: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন ততদিন এদেশের একজন মানুষেরও ভয় নেই। কেউ না খেয়ে মারা যাবে না। বানভাসীদের মাঝে খাবার পৌঁছে দেওয়ার পাশাপাশি ওইসব এলাকায় গো-খাদ্যও পৌঁছে দেওয়া হবে।
আজ রবিবার বিকেলে উপজেলার বেরুবাড়ীতে আবাসন এলাকায় বন্যা দুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার খাদ্য সামগ্রী বিতরণের সময় তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। তিনি যেন দীর্ঘজীবি হোন এবং ক্ষমতায় থাকেন। তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে এদেশ এগিয়ে যাবে। কুড়িগ্রামের মানুষকে তিনি খুব ভালোবাসেন। তাই তিনি আমাকে ঢাকায় না থেকে কুড়িগ্রামের বন্যাপীড়িত মানুষের কাছে যেতে বলেছেন। এ কারণেই আমি আজ এখানে এসেছি।
তিনি বলেন, আমি কুড়িগ্রাম জেলার সন্তান। সুখে দু:খে আমি আপনাদের পাশে আছি। এসময় এলাকাবাসী বিদ্যুৎ ও আবাসনের ঘর মেরামতের দাবি জানালে তিনি বলেন, বন্যার পরেই এ এলাকা বিদ্যুতায়িত হবে। আবাসনের ঘর মেরামতের বিষয়টিও দ্রুত সমাধান করা হবে।

কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগড়, কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আমান উদ্দীন আহমেদ মঞ্জু, নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাছুম, নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর, প্রেসক্লাব সভাপতি লিটন চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।
এর আগে তিনি উপজেলা পরিষদ হলরুমে বন্যা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, পুলিশ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )