আজকের তারিখ- Mon-20-05-2024

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ

যুগের খবর ডেস্ক: জাতীয় সংসদের অধিবেশন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। আগামী এক মাসের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করে জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে হাই কোর্টে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত একটি হাই কোর্ট ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ নির্দেশ দিয়েছেন। আইন মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সুবীর নন্দী দাস। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

সুবীর নন্দী দাস পরে সাংবাদিকদের বলেন, ‘সংবিধানের ৪ অনুচ্ছেদ অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকিৃত প্রদর্শন ও সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে। জাতীয় সংসদে এতদিন সেই বাধ্যবাধকতা মানা হয়নি। ফলে সেই বাধ্যবাধকতা মানার নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করেছিলাম। মাননীয় আদালত সে রিটের শুনানি নিয়ে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দিয়েছেন।’ তিনি বলেন, ‘জাতীয় সংসদে মাননীয় স্পিকার যেখানে বসেন, স্পিকারের পেছনে মাথার উপরে উপযুক্ত জায়গায় জাতির জনকের প্রতিকৃতি মর্যাদার সঙ্গে প্রদর্শন ও সংরক্ষণ করতে বলা হয়েছে।’
এ আইনজীবী বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের আগে আমাদের জাতির জনকের প্রতিকৃতি জাতীয় সংসদে ছিল। ১৫ আগস্টের পর সেটি সরিয়ে ফেলা হয়। এ সংক্রান্ত ঐতিহাসিক নানা দলিলপত্র আমরা আদালতে উপস্থাপন করেছি। দেখিয়েছি বিশ্বের বিভিন্ন দেশ যেমন, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, চীন, ভিয়েতনামের সংসদে জাতির জনকের প্রতিকৃতি বা ভাস্কর্য সংরক্ষণ প্রদর্শন করা হয়। এসব নজির উপস্থাপন করার পর আদালত বলেছেন, যেহেতু এটি সাংবিধানিক বিষয় তাই দ্রুত বাস্তবায়ন করা উচিৎ।’

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশনা চেয়ে গত ১২ আগস্ট রিট দায়ের করা হয়। রিট আবেদনে বলা হয়েছে, সংবিধানে ৪ক অনুচ্ছেদ অনুসারে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সব সরকারি আধা-সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে।
রিট আবেদনে আরও বলা হয়, যেহেতু জাতীয় সংসদ স্পিকারের কার্যালয় এবং একটি সরকারি অফিস তাই সংসদে অধিবেশন হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ সাংবিধানিক দায়িত্ব। ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে তাদের নিজ-নিজ জাতির পিতা কিংবা জাতীয় বীরদের প্রতিকৃতি অথবা ভাস্কর্য আইন সভায় রয়েছে। এই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

এ আইনজীবীর করা আরেকটি রিট আবেদনে গত বছর বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ দেশের প্রতিটি আদালত কক্ষ বা এজলাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দিয়েছিল। এরপর সর্বোচ্চ আদালতসহ দেশের প্রতিটি আদালতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শন করা হয়।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )