রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নকল সিনজেন্টা কোম্পানি নামের ভেজাল কীটনাশক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৩ মাসের জেল দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে রৌমারী বাজারে এ ঘটনাটি ঘটে। আটককৃত টিপু সুলতান ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার মির্জাপুর গ্রামের তুহিনের ছেলে।
কৃষি অফিস সুত্রে জানা গেছে, টিপু সুলতান দীর্ঘদিন থেকে ভেজাল কীটনাশক ঔষধ ভিরতাকো রৌমারী উপজেলাসহ বিভিন্ন হাট বাজারের দোকানে স্বল্প মুল্যে বিক্রয় করে আসছে। এমতাবস্থায় কৃষি অফিস কর্তৃক অনুমোদিত কীটনাশক ঔষধ বিক্রয়কৃত দোকানিরা নকল সিনজেন্টা কোম্পানির সরবরাহকারীকে ধরার জন্য উৎপেতে থাকে। ঘটনার দিন সরবরাহকারী টিপু সুলতানকে ভেজাল ঔষধসহ হাতে নাতে স্থানীয় দোকানীরা আটক করে কৃষি অফিসারকে সংবাদ দেয়। পরে উপসহকারী কৃষি অফিসার আবুল হাশেম ও তোফায়েল আহমেদ ঘটনাস্থলে যান এবং উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানান। পরে ওই ব্যবসায়ীকে রৌমারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার আইন ২০০৯ ধারা ৪১, (ভেজাল ঔষধ) কীটনাশক ঔষধ বিক্রয়ের অপরাধে টিপু সুলতানকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করেন।।
Leave a Reply