স্টাফ রিপোর্টার: মা ইলিশ মাছ প্রজনন মৌসুমে মৎসজীবিরা যাতে ব্রক্ষপুত্র নদে ইলিশ মাছ না ধরে- সে লক্ষ্যে কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা মৎস অফিসের তত্বাবধানে উপজেলার মৎসজীবিদের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় চাউল বিতরন করা সম্পন্ন হয়েছে। বুধবার সকালে উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদে ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও অসহায় মৎসজীবি পরিবারের মধ্যে বিনা মূল্যে চাল বিতরনের মধ্যদিয়ে উপজেলার ৬টি ইউনিয়নের তালিকাভুক্ত মোট ১,১১৮জন মৎসজীবির মধ্যে চাউল বিতরন করা শেষ হয়। এর মধ্যে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নে ২৭২ জন. চিলমারী ইউনিয়নে ১২০ জন এবং রমনা মডেল ইউনিয়নে ৩৬৪ জন, অষ্টমীরচর ইউনিয়নে ৮৬ জন , নয়ারহাট ইউনিয়নে ১৪০ জন এবং থানাহাট ইউনিয়নে ১৩৬ জন। এ সময় উপ সহকারী জেলা মৎস কর্মকর্তা মামুনুর রশিদ ও উপজেলা মৎস কর্মকর্তা বদরুজজ্জামান রানা উপস্থিত থেকে উক্ত চাল বিতরন করেন। এতে প্রতিটি মৎসজীবি পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হয়। সরকারী ভাবে সারাদেশে ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মোট ২২দিন ইলিশ মাছ আহরন বন্ধ, বাজারজজাত করন ও মজুদ নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। ফলে এই সময়ে বেকার মৎস্যজীবিদেরকে খাদ্য সহায়তা হিসাবে মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই চাল প্রদান করা হলো।
Leave a Reply