আজকের তারিখ- Mon-06-05-2024

পাষন্ড হুজুরের কান্ড: রৌমারীতে ক্বওমীর ছাত্রকে নির্যাতন, আটক -১

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ক্বওমী মাদ্রাসার ছাত্র আবু আইয়ুব আনছারি (৮) নামের এক ছাত্রকে পড়া না পাওয়ার কারনে হুজুরের পাষন্ড আচরণ ও মধ্যযুগীয় কায়দায় নির্যাতনে অসুস্থ হয়ে রৌমারী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকালের দিকে হাসপাতালে তাকে ভর্তি করেন। শিশু নির্যাতনের অভিযোগে রৌমারী থানা পুলিশ ১ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন। নির্যাতনের শিকার জামি’আ ইসলামিয়া এমদাদুল উলূম রৌমারী ক্বাওমী মাদ্রাসার হেবজ বিভাগের ছাত্র।
রৌমারী হাসপাতালে দায়ীত্বরত চিকিৎসক অলোক কুমার বলেন, রোগীর শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
ছাত্রের বাবা আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, আমার ছেলেকে ইসলামের দিকে মনোনিবেশ করা এবং বড় একজন আলেম হওয়ার জন্য ক্বওমী মাদ্রাসায় ভর্তি করে দেই। সে ভালো ভাবে পড়াশোনাও করছে। প্রায় দিন হুজুরের মোবাইল ফোনে ছেলের খোঁজ খবর নিই। কয়েক দিন থেকে আমার ছেলের সাথে কথা বলতে দেয়না হুজুর। ছেলের খবরের অপেক্ষার পর তার দাদির বাড়ি থেকে হঠাৎ ফোন দিয়ে আমাদেরকে আসতে বলে। এমতবস্থায় আমরা এসে দেখি আমার ছেলের শরীরের বিভিন্ন অংশে মার পিটের আঘাতের চিহ্ন পাওয়া যায়। গুরতর অসুস্থ হয়ে পরলে তাকে দ্রæত চিকিৎসার জন্য রৌমারী হাসপাতালে ভর্তি করি। ছেলেকে আঘাতের কথা বাইরে প্রকাশ করতে নিষেধ করেন হুজুর। হুজুরদের এমন আচরনে ছেলেকে ওই মাদ্রাসায় পড়ানো মোটেই সম্ভব নয়। তারা মানুষ নয় অমানুষ। অসুস্থ ছাত্র উপজেলার যাদুরচর ইউনিয়নের বাইমমারী গ্রামের আব্দুল্লাহর ছেলে।
শিশু ছাত্রকে নির্যাতনের বিষয়ে রৌমারীর ক্বওমি মাদ্রাসার সভাপতি আলহাজ্ব কাবিল উদ্দিন জানান, অভিযুক্ত শিশু নির্যাতনকারী সহকারী শিক্ষক হাফেজ কারী রফিকুল ইসলাম ও শিক্ষা সচিব জয়নাল আবেদীনকে কমিটির সিদ্ধান্ত মতে বহিস্কার করা হবে এবং আরেক শিক্ষক মাদ্রাসা পরিচালক নুরুল্লাহকে গত কাল শুক্রবার পুলিশ গ্রেফতার করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠিয়েছে।
রৌমারী থানার অফিসার ইনর্চাজ ইমতিয়াজ কবির জানান, অভিযোগের ভিত্তিতে শিক্ষক মাদ্রাসা পরিচালক নুরুল্লাহ নামের একজনকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )