স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদের কোয়ার্টারে দিনে দুপুরে দুধর্ষ চুরি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলা কোয়ার্টারের ব্রহ্মপুত্র-১ এ সাপ্তাহিক যুগের খবর সম্পাদক সাংবাদিক এস, এম নুরুল আমিন সরকার ও পাশের বাসার (ব্রহ্মপুত্র-২) বাসিন্দা প্রভাষক হাবিবুর রহমান সবুজের বাসায় এ ঘটনা ঘটে। চোর ২টি বাসার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। সাংবাদিকের বাসার আলমারি থেকে ৫০ হাজার টাকা নিয়ে যায়।
খবর পেয়ে চিলমারী উপজেলা নিবার্হী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্ ও চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, ওসি (তদন্ত) প্রাণকৃষ্ণ রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুব দ্রুত চোরকে ধরার প্রক্রিয়া চলছে।
Leave a Reply