আজকের তারিখ- Tue-21-05-2024

৪০ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীর সাড়ে নয় বছর অপেক্ষার অবসান

যুগের খবর ডেস্ক: দীর্ঘ সাড়ে নয় বছর পরে চার শর্তে ২৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল-কলেজ,মাদ্রাসা ও কারিগরি) এমপিওভুক্তির ঘোষণা করা হয়েছে। এরমধ্যে  ১৩২০টি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। বাকিগুলোর স্তর পরিবর্তন করা হয়েছে। বিশেষ বিবেচনায় ২৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে।  নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত ৪০ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী সরকারিভাবে বেতন-ভাতা পাবেন। এমপিওভুক্তিতে পুরানো প্রতিষ্ঠানই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। ঘোষিত এমপিও প্রতিষ্ঠানের তালিকা যাচাই বাচাই করে এমন তথ্য পাওয়া গেছে। পুরাতন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে প্রধান্য দেওয়ার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এমপিও হলেই সেটাকে এমপিও বলতে হবে। স্তর হলো নাকি নতুন হলো সেটা মূখ্য বিষয় না। কারণ স্তর এমপিও হলেও সেখানে জনবল এমপিও হবে।
জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১৬৫১টি এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগের ১০৭৯টিসহ মোট ২৭৩০টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। এরমধ্যে এমপিওভুক্তির শুরু হয় ষষ্ঠ শ্রেণিতে। অর্থাৎ নিম্ন মাধ্যমিক স্তর ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত। তারপর শুধু স্তর পরিবর্তন হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ১৬৫১টি প্রতিষ্ঠানের মধ্যে নিম্ন মাধ্যমিক স্তরের এমপিও পেয়েছে ৪৩৯টি প্রতিষ্ঠান। আর মাদ্রাসায় দাখিল, আলিম, ফাজিল ও কামিল এ চারি স্তরে এবার প্রথম এমপিও হয়েছে ৩৫৯টি প্রতিষ্ঠান। কৃষিতে ৬২টি, ভোকেশনাল স্বতন্ত্র ৪৮, ভোকেশনাল সংযুক্ত ১২৯টি, বিএম স্বতন্ত্র ১৭৫টি, বিএম সংযুক্ত ১০৮টি প্রতিষ্ঠান এবার নতুন করে এমপিও পেয়েছে।  বিশেষ বিবেচনায় ২৩৫ প্রতিষ্ঠান এমপিও: মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মোট ৮৯টি উপজেলা ও থানা থেকে একটি প্রতিষ্ঠানও এমপিওভূক্তির জন্য কাম্য যোগ্যতা অর্জন করতে পারেনি। সেক্ষেত্রে আঞ্চলিক সামঞ্জস্যতা বিধানের জন্য এমপিও নীতিমালা ২০১৮-এর ২২ ধারা প্রয়োগ করে শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। এ ধারায় বলা হয়েছে, শিক্ষা অনগ্রসর, ভৌগোলিকভাবে অসুবিধাজনক, পাহাড়ি, হাওর-বাওড়, চরাঞ্চল, নারী শিক্ষা, সামাজিকভাবে অনগ্রসর গোষ্ঠী, প্রতিবন্ধী, বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ বিবেচনায় শর্ত শিথিল করা যেতে পারে। ৮৯টি উপজেলায় শিক্ষার্থী সংখ্যা ১০০জন এবং স্বীকৃতি মেয়াদ দুই বছর বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট উপজেলা সর্ব্বোচ নম্বরপ্রাপ্ত ৫৮টি প্রতিষ্ঠান বাচাই করা হয়। বাকী ৩১টি উপজেলা হতে কোন প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আবেদনই করেনি বলে বিবেচনা করা হয়নি।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় প্রতিষ্ঠান বাচইয়ের ক্ষেত্রে ১৭৭টি উপজেলা থেকে একটি প্রতিষ্ঠানও এমপিওভুক্তির জন্য কাম্য যোগ্যতা অর্জন করতে পারেনি। সেক্ষেত্রে আঞ্চলিক সামঞ্জস্যতা বিধানের জন্য এমপিও নীতিমালা ২০১৮-এর ২২ ও ৩৫/৩৬ ধারা প্রয়োগ করে উপজেলা বা থানায় সর্ব্বোচ নম্বরপ্রাপ্ত ৫৪টি কারিগরি ও ৪৫টি মাদ্রাসাকে প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। এছাড়াও দেশের দূর্গম অঞ্চল হাওর-বাওড়, চরাঞ্চল, পাহাড়ি এলাকা এবং উপকূলীয় এলাকার যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা ৫০০ জন বা তদুর্ধ্ব এবং স্বীকৃতি মেয়াদ কমপক্ষে দুই বছর পূর্ণ হয়েছে এমন ৫১টি প্রতিষ্ঠানকে নীতিমালা ২২ অনুযায়ী এমপিও দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিম্ম মাধ্যমিক স্তরে (ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত) ১৯৬৭টি প্রতিষ্ঠান আবেদন করে। এরমধ্যে ৪৩৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। মাধ্যমিক স্তরের ( ষষ্ঠ থেকে ১০ শ্রেণি) ১০৮টি ও মাধ্যমিক বিদ্যালয় (নবম শ্রেণি থেকে ১০ শ্রেণি) ৮৮৭টি স্কুল এমপিওভুক্ত করা হয়েছে। এ স্তরে ১৭৩৯টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। উচ্চমাধ্যমিক বিদ্যালয় (একাদশ থেকে দ্বাদশ) ৩৩৬টি প্রতিষ্ঠান আবেদন করে। এরমধ্যে ৬৮টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। কলেজ (একাদশ থেকে দ্বাদশ শ্রেণি) ৫৪৪টি প্রতিষ্ঠান আবেদন করে। এর মধ্যে এমপিওভুক্ত করা হয়েছে ৯৩টি। ডিগ্রি কলেজ (স্নাতক প্রথম বর্ষ থেকে চতুর্থবর্ষ) ৫৫৫টি কলেজ আবেদন করলেও ৫৬টি প্রতিষ্ঠান এমপিভুক্ত করা হয়েছে। অর্থাৎ ৫৩২ নতুন স্কুল ও কলেজ এমপিওভুক্ত করা হয়েছে। বাকিগুলো প্রতিষ্ঠানের স্তর পরিবর্তন তথা যেসব স্কুল নিম্ম মাধ্যমিক স্তরের এমপিও ছিল ছিল সেগুলো মাধ্যমিক (নবম ও দশম শ্রেণি) স্তর এমপিভুক্ত করা হয়েছে।
এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও এমপিওভুক্তির বাছাই কমিটির আহবায়ক জাবেদ আহমদ আজকালের খবরকে বলেন, এবারের এমপিও ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে। কারণ এখানে কোন তদবির বা অন্য কিছুর আশ্রয় নেওয়া হয়নি। মানসম্মত প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। তবে ভৌগলিক ভারসাম্য রক্ষায় বিশেষ বিবেচনায় কিছু প্রতিষ্ঠান এমপিও পেয়েছে সেটি একটি মানদন্ড রক্ষা করেই। তাই এ এমপিও নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই। তিনি আরও বলেন, ২৭৩০টি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কারণে গড়ে প্রতিটি প্রতিষ্ঠানের অন্তত ১৫ জন শিক্ষক-কর্মচারী গত জুলাই থেকে বেতন-ভাত পাবেন।
এমপিওর ক্ষেত্রে নতুন খরচ বাড়লো ৮৮২ কোটি টাকা: মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১৬৫১টি স্কুল কলেজ এমপিওভুক্ত করায় এসব প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের বেতন বাবদ চলতি অর্থ বছরে ৪৫০ কোটি ৮৩ লাখ ৭৭ হাজার ৪৪০টাকা দরকার হবে। তবে শিক্ষা মনন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য চলতি অর্থ বছরে এমপিওখাতে ৮৬৫  কোটি টাকা বরাদ্দ আছে। অবশিষ্ট অর্থ দিয়ে যাচাই বাছাই করে চলতি অর্থ বছরে আরো কিছু শিক্ষাপ্রতিষ্ঠান এমপিভুক্ত করা হবে।
কারিগরি ও মাদ্রাসা বিভাগ সূত্র জানিয়েছে, ৫৫৭টি মাদ্রাসা এমপিওভুক্ত করা হয়েছে। এরমধ্যে নতুন করে মাত্র ৩৫৯টি দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত করা হয়েছে। বাকিগুলো স্তর পরিবর্তন করা হয়েছে। আলিম ১২৭টি, ফাযিল ৪২টি, কামিল স্তরের ২৯টি মাদ্রাসা এমপিওভুক্ত করা হয়েছে। আর ৫২২টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। এরমধ্যে কৃষি ৬২টি, ভোকেশনাল স্বতন্ত্র ৪৮টি ও ভোকেশনাল সংযুক্ত ১২৯টি, বিএম স্বতন্ত্র ১৭৫টি ও বিএম সংযুক্ত ১০৮টি নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে নতুন করে মাত্র ৮৮১টি মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে।
এ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ১০৭৯টি মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে চলতি অর্থ বছরে ৪৩১ কোটি তিন লাখ ৮১ হাজার ৪২০ টাকা দরকার হবে। বাজেটে এখাতে বরাদ্দ আছে ২৮২ কোটি টাকা। অতিরিক্ত ১৪৯ কোটি তিন লাখ ৮১হাজার ৪০০ টাকা দরকার হবে। চলতি অর্থ বছরের বাজেটে বরাদ্দ সাপেক্ষে সমন্বয় করা হবে।
যেসব শর্তে শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্ত হবেন:
শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয় এমপিও নীতিমালা ও জনবল কাঠামো-২০১৮ অনুযায়ী কার্যকর হবে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়োগকালীন বিধি-বিধান ও সংশ্লিষ্ট পরিপত্র অনুযায়ী এমপিও করা হবে। নিবন্ধন প্রথা চালু হওয়ার আগে বিধিসম্মত নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করা হবে। এমপিওর তালিকায় কোন প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী কাম্য যোগ্যতা রাখতে ব্যর্থ হলে সে প্রতিষ্ঠানের এমপিওস্থগিত করা হবে। পরবর্তিতে কাম্য যোগ্যতা অর্জন করলে ফের এমপিও চালু করা হবে। যেসব তথ্যে ভিত্তিতে এমপিওভুক্ত করা হয়েছে। তা ভুল বা অসত্য প্রমাণ হলে তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের এমপিও আদেশ বাতিল করা হবে। গত ১ জুলাই থেকে এমপিভুক্তির আদেশ কার্যকর হবে।
গত বছর ৫ থেকে ২০ আগস্ট পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিদ্যালয় (বুয়েট) তৈরি করা বিশেষ সফটওয়্যারের মাধ্যমে সারাদেশে এমপিওভুক্তির আবেদন নেওয়া হয়। এমপিওভুক্তির নীতিমালা-২০১৮-এর ১৪ ধারা অনুযায়ী, চারটি মানদÐে প্রতিষ্ঠান যাছাই করা হয়েছে। প্রতিষ্ঠানের যোগ্যতা হিসেবে প্রতিষ্ঠানের বয়স ২৫ নম্বর, শিক্ষার্থীর সংখ্যার ক্ষেত্রে ২৫ নম্বর, পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ২৫ নম্বর এবং পাসের হারে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের গ্রেডিং করা হয়। সেখানে সর্বনি¤œ ৭০ নম্বর পাওয়া প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য যোগ্য বলে বলে তালিকা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এমপিও নীতিমালা-২০১৮তে এমপিওভুক্তির জন্য পাঁচটি স্তর নির্ধারণ করা হয়। স্তরগুলো হলো-নি¤œ মাধ্যমিক (৬ষ্ঠ থেকে ৮ম), মাধ্যমিক (৯ম থেকে ১০ম), উচ্চমাধ্যমিক (৬ষ্ঠ থেকে ১২শ), কলেজ (একাদশ থেকে দাদ্বম), ¯œাতক (পাস) তথা ডিগ্রি কলেজ  (একাদশ থেকে ডিগ্রি চতুর্থ বর্ষ)। এমপিওভুক্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়ে মোট আবেদন জমা পড়েছিল ছয় হাজার ১৪১টি।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )