মাসুদ পারভেজ, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় মহামারী কোভিট-১৯ ভ্যাকসিন প্রোগ্রামের শুভ উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি। রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে রবিবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে কোভিট-১৯ ভ্যাকসিন এর উদ্বোধন করা হয়।
এ সময় প্রথম ভ্যাকসিন গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, মিডিয়া কর্মী রফিকুল ইসলাম,দুই জন সিনিয়ন নার্স, সহকারী মেডিক্যাল অফিসার জুয়েল রানা, স্বাস্থ্য সহকারী বদিউজ্জামান এবং উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেকসহ অনেকেই। আরো যারা উপস্থিত ছিলেন উপজেলা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সারোয়ার জাহান, রাজিবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীউল হাসান, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিধ রোকনুজ্জামান, জেলা পরিষদ মহিলা সদস্য রাজিয়া সুলতানা রেনুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলায় মোট ৭৩ জন কোভিট-১৯ গ্রহণের রেজিষ্ট্রেশন করেছে, যার মধ্যে ২০ জনকে ভ্যাকসিন প্রদানের জন্য নির্ধারণ করা হয়েছে। ভ্যাকসিন গ্রহণের পর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো তার অনুভূতি প্রকাশ করে সকলকে ভ্যাকসিন গ্রহণের আহবান জানান।
এসময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি বলেন, সরকার যে মহতী উদ্যোগ নিয়েছেন এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। পৃথিবীর অনেক দেশের আগেই তার সঠিক নেতৃত্বের কারণেই আমরা অল্প সময়ে ভ্যাকসিনের টিকা পেয়েছি। অনেকের মধ্যে ভয়-ভীতি, নানা ধরণের গুজব চলছে এগুলো আর যাতে না হয় সেদিকে খেয়াল রেখে টিকা গ্রহণ আহব্বান জানান সকলের প্রতি।
Leave a Reply