আজকের তারিখ- Mon-20-05-2024

চিলমারীতে ১০দিনের মজুরীর দাবীতে শ্রমিকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে হতদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচী (ইজিপিপি) প্রকল্পের ১০দিনের মজুরী আদায়ের দাবীতে মানববন্ধন করেছে সুবিধাভোগী শ্রমিকরা।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে ইজিপিপি প্রকল্পের সুবিধাভোগী শ্রমিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৪০দিনের কর্মসূচীর মধ্যে ৩০কর্মদিবস কাজ করিয়ে প্রকল্প বন্ধ করায় বাকী ১০দিনের মজুরীর দাবী জানায় তারা। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে শ্রমিকদের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, মোঃ নুরুল আমিন, সুশিল চন্দ্র, আবুল কাশেম, জাহাঙ্গীর আলম, তসলিম উদ্দিন, রমিচা বেগম, মাজেদা বেগম, মিনতি বালা প্রমুখ। জানাগেছে, ২০২০-২১ অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচী প্রকল্পের আওতায় উপজেলার ৬ইউনিয়নে মোট ১ হাজার ৯৯৬জন শ্রমিক জনপ্রতি প্রতিদিন ২‘শ টাকা হারে ৪০দিনে মোট প্রায় ১ কোটি ৬০লাখ টাকা মজুরী পাওয়ার কথা। সেখানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও ইউনিয়ন পরিষদসমুহের অবহেলায় মেয়াদ উত্তীর্ন হয়ে ১হাজার ৯৯৬ শ্রমিকের ১০দিনের মজুরী প্রায় ৪০লাখ টাকা ফেরত যায়। ফলে অতিদরিদ্র শ্রমিকগণ ১০দিনে জনপ্রতি প্রায় ২ হাজার করে টাকা থেকে বঞ্চিত হচ্ছে।
এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান জানান, ইউনিয়ন পরিষদ থেকে তালিকাগুলো দেরিতে দেয়ায় আমরা যথাসময়ে প্রকল্প অনুমোদন দিতে পারিনিঅ বিধায় শ্রমিকরা ৪০দিনের কাজ শেষ করতে পারেনি।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )