আজকের তারিখ- Sun-05-05-2024
 **   উলিপুরে ব্রিজ ভাঙা, আতঙ্কে এলাকাবাসী **   সারাদেশে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি **   সেনাবাহিনীকে আরও দক্ষ ও যুগোপযোগী করে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী **   আরব আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান! **   প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে: শিক্ষামন্ত্রী **   দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রবিবার **   প্রধানমন্ত্রীর ভারত-চীন-ব্রাজিল সফরের প্রস্তুতি **   টিকিট কেটে সরকারি হাসপাতালে চোখ দেখালেন প্রধানমন্ত্রী **   লন্ডনে পররাষ্ট্রমন্ত্রী বিশ্বশান্তির লক্ষ্যে গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ **   গণমাধ্যম স্বাধীন, অপপ্রচার করলে ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

ভাঙলো ঘুম: যাচাই বাছাইয়ে চটজলদি

যুগের খবর ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও নির্দেশনা অনুযায়ী সরকারি কলেজবিহীন উপজেলায় একটি করে কলেজ সরকারি করা হয়। প্রায় তিন বছর আগে ৩০৩টি কলেজ সরকারি করা হলেও একটি কলেজের জনবল আত্তীকরণ করা হয়েছে। ১৮২টি কলেজের কাগজপত্র যাচাইয়ে হাতই দিতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। হঠাৎ করে ঘুম ভেঙেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তাদের। গত রবিবার সভা করে আগামী চার সপ্তাহের মধ্যে এসব কলেজের পদ সৃজন করতে শিক্ষক-কর্মচারীদের কাগজপত্র যাচাই-বাছাইর কাজ শেষ করার চটজলদি সিদ্ধান্ত নিয়েছে। গঠন করা হয়েছে ২০টি টিম। প্রতিটি টিমের কাজ তদারকি করতে অতিরিক্ত সচিবদের দায়িত্ব দেওয়া হয়েছে। ছুটির দিনেও তারা কাজ করবেন। নিজ দায়িত্বের বাইরে। এ কাজে যুক্ত হওয়ায় টিমের প্রত্যেক সদস্যকে সম্মানী বাবদ প্রায় ২৯ লাখ টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন আজকালের খবরকে বলেন, পদ সৃজনের কাজ দ্রুত শেষ করতে পাঁচটি কমিটি করে দিয়েছিলাম। তারা ভালোভাবেই কাজ করছিল। করোনার কারণে কাজ বিঘ্নিত হয়। দ্রুত কাজ শেষ করতে সময় নির্ধারণ করে টিম গঠন করে দেওয়া হয়েছে। ছুটির দিনেও টিমের সদস্যরা কাজ করবেন। সম্মানীর অর্থের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আলোচনা হলেও আমি এখনো অনুমোদন দেইনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর ২৭১টি বেসরকারি কলেজ সরকারি করার আদেশ (জিও) জারি করা হয়। গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত আরো ৩২টিসহ মোট ৩০৩টি কলেজ সরকারি করা হয়েছে। বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিরোধিতা ও আমতান্ত্রিক জটিলতার কারণে প্রায় তিন বছরে মাত্র একটি কলেজের পদ সৃজন হয়েছে। সরকারি চাকরি বিধি অনুযায়ী বয়স ৫৯ বছর হওয়ায় গত ডিসেম্বর পর্যন্ত ১৩৭২ জন শিক্ষক-কর্মচারী অবসরে গেছেন। প্রতিদিন এ তালিকা দীর্ঘ হচ্ছে। এসব কলেজে বেসরকারি আমলে নিয়োগপ্রাপ্ত অন্তত ২০ হাজার শিক্ষক-কর্মচারী চাকরি দ্রুত আত্তীকরণ করতে গত রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে একটি সভা হয়েছে। তাতে আগামী চার সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সরকারিকৃত ৩০৩টি কলেজের মধ্যে ১৮২টি কলেজের পদ সৃজনের জন্য শিক্ষক-কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই শেষ করার সিদ্ধান্ত হয়েছে। অবশিষ্ট কলেজগুলোর যাচাই কার্যক্রম এরই মধ্যে শেষ হয়েছে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
সভা সূত্রে জানা গেছে, দ্রুত যাচাই কাজ শেষ করতে গঠিত ২০টিমের কর্মপরিকল্পনাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এগুলো হলো- আগামী চার সপ্তাহের মধ্যে কলেজগুলোর কাগজপত্র যাচাই-বাছাই শেষ করা, টিম প্রধানদের স্ব স্ব শাখায় কর্মরত প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারী কর্তৃক বাছাই কার্যক্রম শেষে চূড়ান্ত কার্যবিবরণী প্রস্তুত করা, পদ সৃজনের কাজ দ্রুত শেষ করতে এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় অর্থের সংস্থান করার জন্য মন্ত্রণালয়ের প্রশাসন ও অর্থ অনুবিভাগকে অনুরোধ করা, তদারককারী কর্মকর্তা কর্তৃক প্রতি সপ্তাহ শেষে তার অধীন টিমের কাজের অগ্রগতি অবহিতকরা এবং অত্যাবশ্যক না হলে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কোন প্রকার ছুটি ভোগ না করা।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার সর্বশেষ তথ্যানুযায়ী, সরকারিকৃত ৩০৩টি কলেজের শিক্ষক-কর্মচারীদের কাগজপত্র যাচাই-বাছাইয়ের জন্য পাঁচটি টিম কাজ চলমান ছিল। এই কমিটি এরইমধ্যে ১২১টি কলেজের বাছাই কাজ শেষ করেছে। এর মধ্যে একটি কলেজের ২১টি পদ সৃজনে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি অনুমোদন দিয়েছে। শিক্ষামন্ত্রীর অনুমোদন সাপেক্ষে পদ সৃজনের আদেশ জারি প্রক্রিয়াধীন। ৩৭টি কলেজের পদ সৃজনের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সভায় ৩৪টি কলেজের জন্য পদ সৃজনের সুপারিশ করা হয়েছে। যা সচিব কর্তৃক অনুমোদিত। ৩৪টি কলেজের কাগজপত্র সত্যায়িত/প্রতিস্বাক্ষরিত হওয়ার পর পদ সৃজনের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এছাড়া পাঁচটি কলেজের কার্যবিবরণী কমিটির সদস্যদের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। ১৬টি কলেজের কার্যবিবরণী খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং ২৮টি কলেজের খসড়া কার্যবিবরণী প্রস্তুতের কার্যক্রম প্রক্রিয়াধীন। তবে ১৮২টি কলেজের কাগজপত্র যাচাই-বাছাইয়ের কাজই শুরু হয়নি। এসব কলেজের পদ সৃজন করতে কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম দ্রুত শেষ করতে ২০টি টিম গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের বিভিন্ন শাখায় কর্মরত উপসচিবদের টিমের প্রধান করা হয়েছে। আর টিমের কাজ তদারকি করতে অতিরিক্ত সচিবদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিজ শাখার কাজের পাশাপাশি পদ সৃজনের কাজ করবেন। প্রত্যেক টিমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) দুইজন কর্মকর্তাকে সঙ্গে যুক্ত করতে তালিকা চাওয়া হয়েছে। ডিআইএর কর্মকর্তাদেরও টিমে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
২০টি টিমের নেতৃত্বে যারা:
উপসচিব মো. নজরুল ইসলামকে এক নম্বর টিমের প্রধান করা হয়েছে। দুই নম্বর টিমে উপসচিব মো. ইব্রাহিম ভূঞা। টিমে তিনে উপসচিব মোহাম্মদ রবিউল ফয়সালকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই তিনটি টিমের কাজ তদারকি করবেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) মো. হাসানুল ইসলাম। টিম চারে রয়েছেন উপসচিব মো. কামরুল হাসান। উপসচিব মোহাম্মদ জামাল হোসেনকে টিম পাঁচের দায়িত্ব দেওয়া হয়েছে। টিম চার ও পাঁচের কাজ তদারকি করবেন অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মোমিনুর রশিদ আমিন। টিম ছয়ে উপসচিব আনম তরিকুল ইসলাম। টিম সাতে উপসচিব বেগম খালেদা আক্তারকে ও টিম আটে উপসচিব ড. মো. মনিরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। টিম ছয়, সাত ও আটের কাজ তদারকি করবেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. বেলায়েত হোসেন তালুকদার। টিম-১০ এ উপসচিব মো. নূর-ই-আলম। টিম-১১ এ উপসচিব নীলিমা আফরোজ। টিম-১২ এর প্রধান করা হয়েছে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইছমত উল্লাহকে। টিম নয় থেকে ১২’র কাজ তদারকি করবেন অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) একেএম আফতাব হোসেন প্রামাণিক।
টিম-১৩তে উপচিব মো. ফরহাদ হোসেন, টিম-১৪ উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ, টিম-১৫তে উপসচিব মো. মঈনুল হাসান, টিম-১৬’র প্রধান করা হয়েছে উপসচিব মোহাম্মদ আবু নাসের বেগকে। টিম ১৩ থেকে ১৬ পর্যন্ত তদারকি করবেন অতিরিক্ত সচিব (কলেজ) মু. ফজলুর রহমান। টিম-১৭ তে উপসচিব মোহা. লিয়াকত আলী, টিম-১৮ উপসচিব জনাব শরীফ মো. ইসমাইল হোসেন, টিম-১৯ উপসচিব আসমা নাসরীন। টিম-২০ এর প্রধান করা হয়েছে উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলামকে। টিম ১৭ থেকে টিম ২০ পর্যন্ত কাজের তদারকি করবেন অতিরিক্ত সচিব (পরিকল্পনা) কাজী মনিরুল ইসলাম।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সভয় ১৫টি টিম করার প্রস্তাব করা হলেও নির্ধারিত সময়ে কাজ করতে ২০টি টিম করা হয়েছে। কারণ, বিশেষ কোন কারণে কোন টিমের কাজ বন্ধ থাকলেও যেন অন্য টিমগুলো মিলে সব কাজ শেষ করতে পারে। এরই মধ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে কলেজগুলো ভাগ করে দেওয়া হয়েছে। তারা কাজও শুরু করে দিয়েছেন।
বাজেট বরাদ্দ: ২০টিমের কাজের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী দিতে একটি বাজেট প্রস্তাব তৈরি করেছে মন্ত্রণালয়ের কলেজ শাখা-৫। ২৮ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। সূত্র জানিয়েছে, প্রতিটি কলেজের শিক্ষকদের সকল কাগজ পত্র/শিক্ষা সনদ/প্রশিক্ষণ সনদ যাচাই করতে টিমের তিন কাজ করবেন। কলেজ প্রতি তিনজনকে এক হাজার টাকা করে সম্মানী দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ৩০৩টি কলেজের জন্য এ খাতে মোট নয় লাখ নয় হাজার টাকা চাওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে কার্যবিবরণী প্রস্তুত, নিরীক্ষা ও যাচাই চূড়ান্ত করতে একজনের জন্য কলেজ প্রতি এক হাজার করে মোট তিন লাখ তিন হাজার টাকা। শিক্ষক-কর্মচারীদের সকল কাগজপত্র প্রত্যয়ন করতে কলেজ প্রতি এক জনকে ৫০০ টাকা করে মোট এক লাখ সাড়ে ৫১ হাজার টাকা। কমিটির সদস্যদের সম্মানী বাবদ কলেজ প্রতি ছয় জনকে ৫০০ টাকা করে মোট নয় লাখ নয় হাজার টাকা। জনপ্রশাসন মন্ত্রণালয়ে কার্যবিবরণী প্রেরণের জন্য নথি প্রস্তুত ও আনুষঙ্গিক কাজ শেষ করতে সংশ্লিষ্ট শাখার দুইজন কর্মচারীকে কলেজ প্রতি ৫০০ টাকা করে মোট তিন লাখ তিন হাজার টাকা। আপ্যায়ন ও অন্যান্য খরচ বাবদ কলেজ প্রতি এক হাজার টাকা করে মোট তিন লাখ তিন হাজার টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। তবে যাচাই-বাছাই শেষ হওয়া কলেজের জন্য বরাদ্দ প্রস্তাব করায় প্রশ্ন তুলেছেন খোদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
জিও জারি থেকে সুবিধা পাবেন: বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিরোধিতা ও আমতান্ত্রিক জটিলতার কারণে পদ সৃজন হয়নি। সরকারি চাকরি বিধি অনুযায়ী বয়স ৫৯ বছর হওয়ায় গত ডিসেম্বর পর্যন্ত ১৩৭২ জন শিক্ষক-কর্মচারী অবসরে গেছেন। প্রায় তিন বছর আগে কলেজগুলো সরকারি করা হলেও শিক্ষক-কর্মচারীদের আত্তীকৃত না করায় তারা সরকারিকরণের সুফল ছাড়াই অবসরে গেছেন। তবে জিও জারির দিন পর্যন্ত চাকরিতে কর্মরতদের সরকারি সুবিধা দেওয়ার সিদ্বান্ত নিয়েছে সরকার।
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (কলেজ) মূখেশ চন্দ্র বিশ্বাস আজকালের খবরকে বলেন, শিক্ষক-কর্মচারীদের বয়স ৫৮ বছর হলে তাদের পদ সৃজনের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে নিষেধ ছিল। কলেজ জিও জারির দিন থেকে কর্মরত শিক্ষক-কর্মচারীদের মাননীয় প্রধানমন্ত্রীর মহৎ ঘোষণার সুফল দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা যুক্তি তুলে ধরি। তারা সম্মত হয়েছে। এরই মধ্যে যারা অবসরে বা মারা গেছেন তারও জিও জারির দিন থেকে ভূতাপেক্ষ সরকারি সুযোগ-সুবিধা পাবেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারিকরণে নির্বাচিত কলেজেগুলো ২০১৬ সালের ৩০ জুন নিয়োগ ও অর্থ ব্যয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তী সময়ে কলেজের স্থাবর ও অস্থাবর সম্পত্তি সরকারকে ডিড অফ গিফট দলিল করে দেওয়া হয়। এরপর শুরু হয় কলেজের শিক্ষক-কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই। প্রথম দফায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আটটি আঞ্চলিক পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম সরেজমিন কলেজ পরিদর্শন করে প্রতিবেদন পাঠায় শিক্ষা মন্ত্রণালয় ও মাউশিতে।
সরকারিকৃত কলেজ শিক্ষকদের অভিযোগ, পরিদর্শনের সময়ে প্রত্যেক শিক্ষক-কর্মচারীর পাঁচ সেট ব্যাক্তিগত ফাইল তৈরি দুই সেট পরিদর্শন কর্মকর্তারা নিয়ে যান। বাকি তিন সেট কলেজে সিলগালা করে রেখে যান পরিদর্শন কর্মকর্তারা। প্রতিবেদনের ভিত্তিতে ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় সমন্বিত পদ সৃজন করতে আদেশ জারি করে। ঢাকা জেলার চারটি কলেজকে পদ সৃজনের মডেল ধরে কাজ শুরু করলেও তা কাজে আসেনি। মন্ত্রণালয়ের নির্দেশে ফের কাগজপত্র যাচাই-বাছাই করে ২০১৯ সালের ১৬ মে’র মধ্যে মাউশিতে জমা নেওয়া হয়। মাউশি সেগুলো মন্ত্রণালয়ে পাঠায়। একই কাগজপত্র আবার যাচাই করতে একই বছরের জুন মাসে মাউশিকে ফের নির্দেশ দেয় মন্ত্রণালয়। মাউশির একই কর্মকর্তাদের দিয়েই বার বার যাচাই-বাছাই করে সময়ক্ষেপণ করা হয়।
মন্ত্রণালয়ে বেসরকারি কলেজ শাখার কর্মকর্তারা জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বর্তমান সচিব মাহবুব হোসেন দায়িত্ব নেওয়ার পরে পদ সৃজনের কাজে গতি আনতে গত বছরের শুরুতে পাঁচটি কমিটি করে দেন। কিন্তু করোনার কারণে কার্যক্রম স্থবির হয়ে পড়ে। জনবল স্বল্পতার কারণে এই বিশাল কর্মযজ্ঞ মন্ত্রণালয়ের বেসরকারি কলেজ শাখার পক্ষে দ্রুত শেষ করা সম্ভব নয়। তারা কারণ হিসেবে বলেন, প্রতিটি কলেজে গড়ে অর্ধ শতাধিক শিক্ষক-কর্মচারীর নিয়োগসহ শিক্ষাগত সনদ যাচাই-বাছাই করতে মাসের পর মাস সময় দরকার। শিক্ষাবোর্ডে ও এনটিআরসিতে সনদ যাচাই করতেও দীর্ঘ সময় লাগে। এছাড়া সারা দেশের বেসরকারি কলেজগুলোর কার্যক্রম এই শাখা থেকে নিয়ন্ত্রিত হয়। শাখার নিয়মিত কাজের সঙ্গে পদ সৃজনের কাজ দ্রুত শেষ করা কঠিন। গত বছরের ১ অক্টোবর মন্ত্রণালয়ে বেসরকারি কলেজ শাখায় (৫) উপসচিব হিসেবে যোগদান করেন মো. মঈনুল হাসান। তিনি শাখার দক্ষ প্রশাসনিক কর্মকর্তা শাহিনসহ দুই-তিন জন কর্মচারীকে নিয়ে পদসৃজনের কাজ দ্রুত শেষ করার আপ্রাণ চেষ্টা করেন। সম্প্রতি তাকে বেসরকারি কলেজ শাখা-৬’র অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। আর প্রশাসনিক কর্মকর্তাকে অন্য শাখায় বদলি করা হয়। এমন পরিস্থিতে দিন-রাত কাজ করেও পদ সৃজনের কাজে গতি আনতে পারছিলেন না উপসচিব মো. মঈনুল হাসান। অপরদিকে সরকারিকৃত কলেজ শিক্ষক-কর্মচারীরা দ্রুত পদ সৃজনের জন্য নানা কর্মসূচি পালন করছেন। তার সরকারকে চাপ দিচ্ছেন। এই সংকট কাটিয়ে দ্রুত পদ সৃজন করতে টিম গঠনের প্রস্তাবসহ নতুন কর্মপরিকল্পনা উত্থাপন করেন উপসচিব মো.মাঈনুল হাসান।
নতুন এই উদ্যোগের বিষয়ে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) কেন্দ্রীয় কমিটির সভাপতি জহুরুল ইসলাম আজকালের খবরকে বলেন, ২০১৮ আত্তীকরণ বিধিমালায় অনুযায়ী সরকারিকৃত কলেজের শিক্ষক-কর্মচারীদের পদ স্থানাস্তরের কথা বলা হয়েছে। আর মন্ত্রণালয় পদসৃজনের উদ্যোগ নিয়েছে। এতে করে আরো সময়ক্ষেপণ হবে। তিনি আরো বলেন, কলেজ সরকারি হওয়ায় শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না। বহু কলেজে বিষয়ভিত্তিক শিক্ষকের পদ শূন্য থাকায় পাঠদান বিঘ্নিত হচ্ছে। শিক্ষার্থীরাও সরকারিকরণের কোনো সুযোগ পাচ্ছে না। পদ সৃজনের নামে সময় নষ্ট না করে ডিড অফ গিফট বাতিল করে কলেজের সম্পত্তির ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )