বিনোদন ডেস্ক: কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, গীতিকার, সুরকার, সহকারীসহ গানের সঙ্গে সংশ্লিষ্ট সকল মিউজিশিয়ানকে রাতে ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছেন আঁখি আলমগীর।
শনিবার (১৩ মার্চ) ভোরে শোয়ের উদ্দেশ্যে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরাই এলাকায় সড়ক দুর্ঘটনায় দেশের স্বনামধন্য দুই মিউজিশিয়ান হানিফ আহমেদ (প্যাড ও পার্কাসন বাদক) ও পার্থ গুহর (প্যাড বাদক) মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তিনি এই কথা বলেন।
আঁখি আলমগীর বলেন, ‘হানিফ আহমেদ ও পার্থ গুহর এমন অকাল এবং মর্মান্তিক মৃত্যু আমি কিছুতেই মানতে পারছি না। এই ঘটনা থেকে আমাদের সব মিউজিশিয়ানের শিক্ষা নেওয়া উচিত। আমরা বেশিরভাগ সময়ই পরদিনের শো ধরার জন্য আগের দিন রাতে রওনা দেই। আবার শো শেষে বাসায় ফেরার জন্যও একই কাজ করি। কিন্তু খেয়াল করছি না, এটা আমরা ভুল করছি। এতে করে আমরা ঝুঁকির মধ্যে পড়ছি।’
এই গায়িকা আরও বিস্তারিত তুলে ধরে বলেন, ‘অনেক সময় দেখা যায় আমরা গাড়িতে ঘুমাচ্ছি আর ড্রাইভার গাড়ি চালাচ্ছেন। এসব ক্ষেত্রে কখনো কখনো ড্রাইভারেরও ঘুম চলে আসে। গাড়ি চালানোর আগে ড্রাইভার কতটুকু ঘুমিয়েছেন বা আদৌ ঘুমিয়েছেন কি না সেটা আমাদের দেখতে হবে। যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেই রাস্তার অবস্থাও জানতে হবে। বিশেষ করে গভীর রাতে ট্রাক কিংবা বাসগুলো অনেক দ্রুত গতিতে চলাচল করে। সে সময় যে কারো জন্যই যাতায়াত ঝুঁকিপূর্ণ। মাইক্রোবাসে এই ঝুঁকিটা আরও বেশি। অথচ আমরা দিনের পর দিন এই কাজটিই করে যাচ্ছি।’
জনপ্রিয় এই গায়িকা আরও যোগ করেন, ‘গত ২৫-২৬ বছর ধরে আমি শোর উদ্দেশ্যে রাস্তায় চলাচল করছি। আমি নিজেও একধিকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। একটি ঘটনার আঘাত আমাকে এখনো ভোগাচ্ছে। আমিও আজ থেকে সতর্ক থাকব, প্রয়োজনে শো কমিয়ে দেব। মনে রাখতে হবে, আমাদের জীবন শুধুমাত্র আমাদের একার নয়। পরিবার, সন্তান, বাবা-মাসহ অনেকের জন্যই আমরা গুরুত্বপূর্ণ। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, এই বিষয়টা সবারই মাথায় রাখতে হবে।’
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় নিহত মিউজিশিয়ান হানিফ আহমেদ ও পার্থ গুহর সঙ্গে দারুণ সম্পর্ক ছিল আঁখি আলমগীরের। দুই যুগেরও বেশি সময় ধরে আঁখির সঙ্গে দেশ-বিদেশের অসংখ্য শোতে বাজিয়েছেন হানিফ। পার্থ গুহও অনেক স্টেজ শোতে সঙ্গী হয়েছেন তার। তাদের অকাল মৃত্যু কিছুতেই মানতে পারছেন না আঁখি। বললেন, ‘দুজনের শোকে মনটা ভার হয়ে আছে তার।’
Leave a Reply