স্টাফ রিপোর্টারঃ ২০২০-২১ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ, সার ও কম্বাইন্ড হার্ভস্টার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, জেলা পরিষদ সদস্য মোঃ রেজাউল করিম লিচু প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিশান দাস। পরে ৩‘শ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি করে আউশ ধানের বীজ, ২০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করেন। এদিকে ২০২০-২০২১ অর্থ বছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় বোরো মৌসুমে কৃষি যন্ত্র বিতরণ করা হয়। থানাহাট ইউনিয়নের কৃষক মোঃ মিনারুল ইমলামের হাতে সরকারী ভর্তুকী ম্যূল্যে কম্বাইন্ড হার্ভেষ্টার এর চাবি হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম।
Leave a Reply