যুগের খবর ডেক্স: রাজধানীর মিরপুরের রূপনগরে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল পৌনে ৪টার দিকে রূপনগরের ১১ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে রূপনগর থানার ওসি আবুল কালাম আজাদ সমকালকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলুনে ভরার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে চারজন নিহত এবং চার থেকে পাঁচজন আহত হন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি জানিয়ে ওসি বলেন, মৃতদেহ এবং আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
সোহরাওয়ার্দী মেডিকেলে চারজনের মৃতদেহ রাখা আছে বলে ঘটনাস্থল থেকে জানান সমকাল প্রতিবেদক ইন্দ্রজিৎ সরকার।
তিনি জানান, নিহতদের মধ্যে একজনের নাম রুবেল। তার বয়স আনুমানিক ১১ বছর। শরীর পুড়ে যাওয়ায় অন্যদের এখনও চিহ্নিত করা যায়নি। অন্তত ছয়জন আহত হয়েছেন। হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
Leave a Reply