স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় চিলমারী সরকারী কলেজ মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর বাংলাদেশ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল হক, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদুর রহমান, খামারী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল বারী মন্ডল ও মোঃ নজরুল ইসলাম চৌধুরী চাঁদ প্রমুখ।
প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে ৪০টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রজাতির প্রাণী রাখা হয় এবং তাদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
Leave a Reply