এস, এম নুআস: “সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায়”- শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে ফায়ার সার্ভিস ষ্টেশনের উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন চিলমারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার। এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান আসমা চৌধুরী উপস্থিত ছিলেন। পরে ষ্টেশন লিডার মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী, উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, মোঃ জামিনুল ইসলাম, মোঃ আবু হানিফা রঞ্জু, সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাাদক এস, এম নুরুল আমিন সরকার ও চিলমারী প্রেস ক্লাবের উপদেষ্টা সভাপতি নাজমুুল হুদা পারভেজ প্রমুখ।
Leave a Reply