আজকের তারিখ- Sat-11-05-2024
 **   বিএনপি ভোটারদের ভয় পায়, তাই নির্বাচনে আসে না- ওবায়দুল কাদের **   ছেলের পর মেয়ের মা হলেন পরীমণি! **   ঝিনাইদহে ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের বর্ষা নির্বাচিত **   চিলমারীতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে হারিয়ে জাপার প্রার্থী শাহীন বিজয়ী **   ড্রাইভারের ভুলে শিশুর মৃত্যু, ক্ষমা করে দিলেন বাংলাদেশি বাবা **   জনগণের কষ্ট লাঘবে সরকার সবসময় সচেষ্ট: প্রধানমন্ত্রী **   কালবৈশাখী ঝড়ের শঙ্কায় আরও তিন দিনের সতর্কতা **   ‘মা লো মা’ গান নিয়ে বিতর্ক নিয়ে কোক স্টুডিও’র ভিন্ন কথা **   আজ থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর **   অনুমোদনবিহীন কেমিক্যাল দিয়ে ফল পাকানো কার্যক্রম প্রতিরোধে অভিযান

চিলমারীতে দুই বছরেও রাস্তার কাজ শেষ না করায় জনদুর্ভোগ চরমে

এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারীতে একটি রাস্তার কাজ শুরু করার দুই বছর পেরিয়ে গেলেও কাজ শেষ না করায় জন দুর্ভোগ চরমে উঠেছে। রাস্তাটির একাংশে ইটের মোটা খোয়া ফেলে রাখা ও একাংশে খানা-খন্দের কারনে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। রাস্তাটির ব্যাপারে স্থানীয়রা মানববন্ধনসহ বিভিন্নভাবে দাবী জানালেও কর্তৃপক্ষ নিরব ভূমিকায়।
জানাগেছে,উপজেলা শহর(নন মিউনিসিপ্যাল) মাষ্টার প্লান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় থানাহাট হেডকোয়ার্টার হতে মোজাফ্ফর খলিফার বাড়ী,হেডকোয়ার্টার হতে হাফিজুর রহমানের বাড়ী এবং হেডকোয়ার্টার হতে সবুজপাড়া তিনটি রাস্তা পাকাকরণের কাজ ২০১৯-২০অর্থবছরে টেন্ডার হয়।যার টেন্ডার মূল্য ছিল ১ কোটি ২৬লাখ ৮২হাজার টাকা। কাজের শেষ সময় ছিল ২০২০সালের ২৩ জুন। রাজশাহীর ঠিকাদার মো. আবুল হোসেনের পাওয়া কাজটি লালমনিরহাট এলাকার সাহাদত হোসেন কাজটি ২৪ জুন ২০১৯ তারিখে শুরু করে কোন রকমে ছোট দুইটি রাস্তার কাজ শেষ করলেও মন্ডলপাকড়া শিমুলতলি হতে ডেমনারপাড় মোজাফ্ফর খলিফার বাড়ী পর্যন্ত ১হাজার ২’শ মিটার রাস্তাটির কাজ শুরু করে খানা-খন্দ অবস্থায় ফেলে রেখে দেয়। ফলে রাস্তাটি জনদুর্ভোগের কারন হয়ে দাড়ায়। এলাকাবাসী স্থানীয় প্রকৌশল বিভাগের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করে কোন ফল না পেয়ে গত ১৪মার্চ তারিখে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করলেও কর্তৃপক্ষের কোন তৎপরতা পরিলক্ষিত হয়নি। স্থানীয় উদ্যোগে ঠিকাদারের সাথে যোগাযোগ করা হলে মাস দুয়েক আগে রাস্তাটির কিয়দাংশে মোটা খোয়া ফেলে রেখে আবারও চলে যায় তারা। ফলে রাস্তাটিতে প্রতিনিয়ত ঘটছে নান দুর্ঘটনা।
বুধবার সরেজমিনে ছোট কুষ্টারী এলাকায় রাস্তাটি দেখতে গেলে রাস্তার পাশ্বে বসবাসকারী হাবিবা বেগম রাগান্বিত কন্ঠে এ প্রতিনিধিকে বলেন,ঠিকাদারের লোকের ধরা পেলে আগে মাথা ফাটিয়ে দিব পরে অন্য কথা।আমিরন বেগম জানান, কয়েকদিন আগে রাস্তায় হাটতে গিয়ে আমির হামজা নামে এক শিশুর পা ভেঙ্গে গেছে। এসময় মিম, রহিমা বেগম,ইব্রাহিম মিয়া, আখি, রিয়াজুল ইসলামসহ অনেকে জানান,রাস্তাটি এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারন হয়ে দাড়িয়েছে। এটি দ্রæত মেরামত করা না হলেও যেন মোটা খোয়াগুলি সরিয়ে নেয়া হয়।
ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে বহুবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী মো.রফিকুল ইসলাম বলেন,আমি কাজটি বাতিলের জন্য লিখেছিলাম কিন্ত ওরা কাজ করবে বলে জানিয়েছে। গত সপ্তাহে আমার সাথে কথা বলেছে কয়েকদিনের মধ্যে কাজ শুরু করবে তারা।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )