আজকের তারিখ- Fri-17-05-2024

প্রধানমন্ত্রীর প্রতি অভিনেতা ফারুকের স্ত্রীর কৃতজ্ঞতা

বিনোদন ডেস্ক: বরেণ্য অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি দীর্ঘদিন। মাঝে খারাপ হলেও এখন তার অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো বলে আজকালের খবরের কাছে দাবি করেছেন এই অভিনেতার সহধর্মিনী ফারজানা ফারুক।
তিনি মুঠোফোনে আজকালের খবরকে জানিয়েছেন, ফারুক আগের চেয়ে ভালো। কথা বলছেন, অনেকের কথাই জিজ্ঞাসা করছেন। তবে ডাক্তারের পরামর্শে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ওকে দূরে রেখেছি।
কবে নাগাদ ফিরছেন এমন প্রশ্নের জবাবে ফারজানা বলেন, এখনই ফিরছি না। অনেক গণমাধ্যম নিউজ করেছে আমরা নাকি শিগগরিই ফিরবো। কেউ আবার তারিখ উল্লেখ করে দিয়েছে। এভাবে ভ্রান্তি না ছড়িয়ে আপনাদের মিয়া ভাইয়ের জন্য দোয়া করুন। তার অবস্থা আগের চেয়ে ভালো। আমরা চাচ্ছি চিকিৎসার মাধ্যমে একটা স্টেজে নিয়ে এসে দেশে ফিরতে।
দীর্ঘদিন সিঙ্গাপুরের মতো ব্যয়বহুল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এ ব্যাপারে সরকারের অবস্থান কি? জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই, উনি শুরু থেকেই ফারুকের খোঁজ-খবর নিচ্ছেন। এছাড়া প্রথম দিকে দূতাবাস থেকেও নিয়মিত খোঁজ-খবর নিয়েছে। সত্যি বলতে দেশে হাজার হাজার কাজ এসবের মধ্যে আমাদের যতটুকু পারছেন খোঁজ নিচ্ছেন। আর খরচের ব্যাপরটা হলো- যতক্ষণ আমরা সক্ষম ততোক্ষণ চিকিৎসা চলবে। শুধু সবাই দোয়া করবেন।
জানা গেছে, রক্তনালীতে জটিলতা নিয়ে বেশ কিছুদিন ধরেই তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন নায়ক ফারুক। এরমধ্যে সেখানে তার করোনা পজেটিভও ধরা পড়ে। সে অবস্থার উন্নতি হলেও শরীরের অন্যান্য অর্গানগুলো কাজ করছিলো না। এতে তার অবস্থার অবনতি হলে পরে তাকে আইসিউতে নেওয়া হয়।
এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক ফারুক বড় পর্দায় আসেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়।  তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে আবার তোরা মানুষ হ, সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে, জনতা এক্সপ্রেস, তাসের ঘর, ফুলেশ্বরী, কথা দিলাম, মাটির পুতুল, ভাই বন্ধু প্রভৃতি উল্লেখযোগ্য।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )