এস এ বাবলু, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: ‘মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দূর্যোগ প্রস্তুতি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেল প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স রাজারহাট-এর সহযোগিতায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২১ পালিত হয়েছে।
সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে দূর্যোগ মোকাবেলায় মহড়ায় নেতৃত্ব দেন রাজারহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ গোলাম মোস্তফা। পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সজিবুল করিম। আলোচনা সভায় উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যান মো: এনামুল হক, প্রেসক্লাবের সভাপতি এস এ বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply