এম এইচ শাহীন, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের উলিপুরে বালু ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সকালে উলিপুর পৌরসভার মহেশের দোকান নামক স্থানে। স্থানীয় লোক জন ঘাতক ট্রাকসহ চালককে আটক করে রাস্তায় অবরোধ সৃষ্টি করলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে,পৌর এলাকার নিজাইখামার গ্রামের মৃত বক্তার আলীর ছেলে বাকরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী হাবিবুর রহমান (তানজিদ)(১৫) সকালে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বেড়িয়ে আসে। আনুমানিক সকাল ৭টার দিকে পৌর এলাকার উলিপুর- রাজারহাট সড়ক দিয়ে বাকরের হাট উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে মহেশের দোকান নামক স্থানে বালুভর্তি একটি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দিলে সে রাস্তায় লুটিয়ে পড়ে। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, ওই শিক্ষার্থী মোবাইলের এয়ারফোন কানে দিয়ে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় ট্রাকচালক একাধিকবার হর্ন বাজালেও সে না শোনায় ট্রাকটি গিয়ে তাকে পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে হাবিবুর রাস্তায় লুটিয়ে পড়লে ট্রাকের চাকা তার মাথার উপর দিয়ে গেলে মাথার মগজ সহ মাংস রাস্তায় ছিটকে পড়ে। স্হানীয়রা ট্রাক ও ঘাতক চালক আটক করে। খবর পেয়ে উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু ও উলিপুর থানা পুলিশ ঘটনা স্হলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক করে।নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায়,পরে নিহতের পরিবারের লোকজন ও স্হানীয়রা ট্রাক মালিকের সাথে ১ লাখ ৫০ হাজার টাকা রফায় চালক ও ট্রাকটি ছেড়ে দিয়েছে বলে জানান পৌর মেয়র মামুন সরকার মিঠু।
Leave a Reply