এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারী উপজেলার মেধাবী শিক্ষার্থী আবু হাসান বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে ভর্তি হতে পারছে না।
চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ঠগের হাট ফৈলামারী গ্রামের হোসেন আলীর কন্যা মোছাঃ হাসনা বেগমের বিয়ে হয় উলিপুর উপজেলায়। আবু হাসানের বাবার নাম চাঁদ মিয়া। কিন্তু আবু হাসানের জন্মের পরপরই তার মায়ের ডিভোর্স হয়ে যায়। ছোট্ট ছেলে আবু হাসানকে নিয়ে মা হাছনা বেগম চলে আসেন বাড়ীতে। সেই থেকে হাসনা বেগম অন্যের বাড়ীতে ঝি‘য়ের কাজ করে অনেক কষ্টে আবু হাসানকে লালন পালন করে। কিন্তু আর্থিক সংকটে তার লেখাপড়া চালানো খুব জটিল হয়ে পড়ে। তখন তার মা চলে যায় ঢাকায়। ঢাকায় অন্যের বাসায় ঝিয়ের কাজ করে যে সামান্য আয় হয় তা দিয়েই চলে ছেলে আবু হাসানের লেখাপড়া। আবু হাসান কনান মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ- ৫ পেয়ে উলিপুর এমএস কলেজে ভর্তি হয়। অর্থকষ্টে ৩.৮৩ পেয়ে এইচএসসি পাশ করেন সে। অদম্য মেধাবী এই শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় এর ‘বি’ ইউনিটে ৪২তম অবস্থানে থেকেও ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। এমতাবস্থায় মেধাবী শিক্ষার্থীর পাশে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে তার ভর্তি নিশ্চিত হতে পারে। পেতে পারে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ। যোগাযোগ করতে পারেন ০১৭৩৩-২৯৭৯৪৩, ০১৭৮০-৭১১৬৫৬ এই নম্বরে।
Leave a Reply