স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচুসহ দলের শীর্ষ নেতারা। পরে একটি শোক র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুড়ালে পুস্পস্তবক অর্পন এবং জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। এসময় আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply