স্টাফ রিপোর্টার: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের চিলমারীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে হারিয়ে মোঃ রুকুনুজ্জামান শাহীন আনারস প্রতীক বিজয়ী হয়েছেন। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুর রাজ্জাক বুধবার রাতে নির্বাচনী কন্ট্রোল রুম থেকে এ ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে জানা যায়, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ২৮হাজার ৬০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন আনারস প্রতীক নিয়ে। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১১হাজার ৭৩৪ ভোট।
অপরদিকে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে ২৪ হাজার ২৬২ জাহিদ আনোয়ার পলাশ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী মোঃ আবু হোসাইন সিদ্দিক রানা জোদ্দার তালা প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৫৩৫। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে ১৯ হাজার ৩৭৩ ভোট পেয়ে মোছাঃ মর্জিনা বেগম জেলী বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী মোছাঃ আছমা বেগম হাঁস প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৪৬১ ভোট।
Leave a Reply