আজকের তারিখ- Sat-18-05-2024

চিলমারীতে পৌরসভা এখন সময়ের দাবী- রহিমুজ্জামান সুমন

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামী লীগ, চিলমারী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, চিলমারী নাগরিক উন্নয়ন কমিটির আহবায়ক এইচ, এম রহিমুজ্জামান সুমন বলেছেন, চিলমারীকে এগিয়ে নিতে হলে পৌরসভা স্থাপন করতে হবে। চিলমারীতে একটি পৌরসভা হলে চিলমারী আরো অনেকদূর এগিয়ে যাবে। আজ এক সাক্ষাতকারে তিনি বলেন, চিলমারী একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন বন্দর নগরী উপজেলা। দেশ বিদেশে চিলমারীর নাম ছড়িয়ে আছে। কালের বিবর্তনে চিরমারী উপজেলা ব্রহ্মপুত্র নদের বারবার ভাঙ্গণে বিপর্যস্থ হয়েছে। এলাকার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। থমকে গেছে এলাকার উন্নয়ন। নদী ভাঙ্গণে বিলীন হয়ে ঐতিহ্য হারিয়েছে চিলমারী বন্দর। সেই চিলমারীকে এগিয়ে নেয়ার জন্য বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মানস কন্যা মাদার অব হিউম্যানিটি শেখ হাসিনা চিলমারী বন্দরের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বন্দর ঘোষণা করেছেন। চিলমারী-হরিপুর তিস্তা নদীর উপর সেতু নির্মাণ কাজ এগিয়ে চলেছে দ্রুতগতিতে। সে কারণেই চিলমারীকে আরো এগিয়ে নিতে হলে একটি পৌরসভা জরুরী হয়ে পড়েছে। উন্নয়নের ধারাবাহিকতায় চিলমারীতে পৌরসভা হলে আরো এক ধাপ এগিয়ে যাবে চিলমারী। এসময় তিনি চিলমারীতে পৌরসভা দাবি করেন। রহিমুজ্জামান সুমনের উদ্যোগে চিলমারীতে নাগরিক উন্নয়ন কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটির পক্ষ থেকে চিলমারীতে পৌরসভা ঘোষণা, কুড়িগ্রাম থেকে রমনা রেল স্টেশন পর্যন্ত বন্ধ থাকা ট্রেনসমূহ পূর্বের মতো দ্রুত চলাচলের ব্যবস্থা গ্রহণ, রমনা রেল স্টেশন থেকে রমনা নৌ ঘাট কিংবা জোড়গাছ বাজার পর্যন্ত রেল লাইন বর্ধিত করে নতুন স্টেশনের নাম চিলমারী স্টেশন রাখা, সরকারিভাবে বালুমহল ঘোষণা করা, চিলমারীর মানুষের কর্মসংস্থানের জন্য শিল্প কারখানা স্থাপন করা, নৌবন্দরের কাজ দ্রুত শুরু করা, চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ, শেখ রাসেল মিনি স্টেডিয়াম দ্রুত বাস্তবায়ন করা, শিল্পকলা একাডেমীর নিজস্ব ভবন স্থাপনসহ ১০ দফা দাবী নিয়ে একটি পোষ্টার উপজেলার সর্বত্র সাঁটানো হয়েছে। তিনি উক্ত দাবীসমূহ বাস্তবায়নের জন্য সরকার প্রধানের নিকট জোড় দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )