স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে ইউএনডিপি ও ইএসডিও‘র উদ্যোগে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএনডিপির অর্থায়নে ইকো-সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) থানাহাট ও নয়ারহাট ইউনিয়নে আরলি রিকভারী ফ্যাসিলিটি (ইআরএফ) এর আওতায় একটি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে অবহিতকরণ মতমিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার এ, ডবিøউ,এম রায়হান শাহ্‘র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা চৌধুরী, ইউএনডিপির প্রতিনিধি মোঃ সানাউল ইসলাম মুকুট, ইএসডিও‘র প্রজেক্ট অফিসার মোঃ মামুন হোসেন, নয়ারহাট ইউপি চেয়ারম্যান মোঃ আবু হানিফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সখিনা খাতুন ও উপজেলা মৎস্য অফিসার মোঃ বদরুজ্জামান রানা প্রমুখ বক্তব্য রাখেন। সভায় জানানো হয়, নয়ারহাট ও থানাহাট ইউনিয়নে ৪‘শ জনের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
Leave a Reply