স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে দলটি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফা রঞ্জু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ফরিদ, আইন বিষয়ক সম্পাদক মামুন অর রশিদ, তথ্য ও গবেষণা সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, থানাহাট ইউপি’র সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলন প্রমূখ।
Leave a Reply