আরিফুল ইসলাম সুজন: আগামিকাল শুক্রবার কুড়িগ্রামের চিলমারীতে আসছেন নৌপরিহন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। গত ১৯ নভেম্বর ২০১৯ তারিখে প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তথ্য সুত্রে জানা যায়, ২২ নভেম্বর শুক্রবার মাননীয় প্রতিমন্ত্রী সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে চিলমারীর উদ্দেশ্যে রওয়ানা করবেন। মন্ত্রী সকাল ৯টায় চিলমারীর নদীবন্দর রমনা ও জোড়গাছ এলাকা পরিদর্শন করবেন। এসময় তার সফরসঙ্গী হিসেবে থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী কুড়িগ্রাম-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ জাকির হোসেন এমপি। বাংলাদেশ আওয়ামী লীগ চিলমারী উপজেরা শাখার তথ্য ও গবেষনা সম্পাদক সাংবাদিক এস, এম নুরুল আমিন সরকার জানান, নৌ পরিবহন মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপিকে বরণ করে নিতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও উপজেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নেতাকর্মীগন সকাল ৯টার পূর্বে স্থানীয় হ্যালিপ্যাডে সমবেত হয়ে প্রতিমন্ত্রীদ্বয়কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিবেন এবং লাল গালিচা সংবর্ধনা জানাবেন। পরে প্রতিমন্ত্রী হেলিকপ্টার যোগে দুপুর ১২ টায় ঢাকার উদ্দেশ্যে চিলমারী ত্যাগ করবেন।
Leave a Reply