আজকের তারিখ- Wed-01-05-2024

চমক তারার শিকার হলেন প্রান্তিক দেব

বিনোদন ডেস্ক: চমক তারা। পর্দায় আবেদনময়ী কসরত আর হরিণবত ডাগর চোখের কারণে বিশেষ পরিচিত। ইতোমধ্যে সে চোখের শিকার হয়েছেন অনেকেই। এবারও শিকারী নিজেই শিকার হলেন এই চোখের যাদুতে। তবে এবার কেবল চোখ নয়, উচ্চাঙ্গ নৃত্যের খেলায় পরাভূত করেছেন এই শিকারীকে। যিনি নিজেও উচ্চাঙ্গ নৃত্যে জবরদস্ত। শিকার আর শিকারীর এমন রসায়নে মায়াবী হরিণ খেলায় মত্ত হতে দেখা যাবে এই ঈদে।
জানা গেছে, ঈদুল ফিতরকে সামনে রেখে চমকতারা  তার নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য নির্মাণ করেছেন ‘মায়া হরিণ’ নামে নতুন এই মিউজিক ভিডিওটি। এতে উচ্চাঙ্গ নৃত্য কোরিওগ্রাফার প্রান্তিক দেবকে সঙ্গে নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন চমক। নাচটির জন্য টানা বেশ কদিন কোরিওগ্রাফার প্রান্তিক দেবের কাছে তালিম নিতে হয়েছে চমককে।
সহশিল্পী প্রান্তিক দেব বলেন, “আমি মূলত একজন নৃত্য শিল্পী, নাচ নিয়ে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছি ভারতের দিল্লীতে। আমার গুরুজী ছিলেন ওস্তাদ স্বপন মজুমদার। বাংলাদেশে নাচ শিখেছি আনিসুল ইসলাম হিরু স্যারের কাছে। বর্তমানে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিষয়ে লেখাপড়া করছি। চমকতারার কাস্টিং ডিরেক্টর সালমান শুভ চৌধুরী ভাই যখন আমাকে এমন ঘরানার একটি কাজের প্রস্তাব দেন তখন আমি গানের কথা শুনে নাচের থিম তৈরি করি ভরত নাট্যম ও উড়িষ্যার ছৌ মৌয়ুরী ভাঞ্চ এর ফিকশনের সঙ্গে আধুনিক ঘারানার  ধাঁচে। এর মাধ্যমে আমরা ‘হরিণ’-কে দশর্কদের সামনে উপস্থাপন করবো।”
চমকতারা বলেন, আমি সব সময় চেষ্টা করি দর্শকদের নতুন নতুন চমক উপহার দিতে। তারই ধারাবাহিকতায় এবার ঈদে আসছে ‘মায়া হরিণ’। এখানে দর্শকরা আমাকে নতুনরূপে দেখতে পাবেন।  হরিণ-কে শিকার করতে এসে শিকারীই আমার ভালোবাসার জালে আটকে যায়! যে কারণে শুরুটাই হয়েছে এভাবে ‘আমি যে মায়া হরিণ, তুই বোকা শিকারী/ মায়ার জালে ফেলবো তোকে করবো ভিখারি’।
এর শুটিং টিমের প্রত্যেকটি সদস্য অনেক পরিশ্রম করেছেন। বিশেষ করে আমার সহ শিল্পী দেব এর কথা না বললে তার প্রতি অবিচার করা হবে। বেশ কয়েক দিন টানা মহড়া করে সে আমাকে নাচটি তুলে দিয়েছে। আমাদের সবার কষ্ট তখনই স্বার্থক হবে যখন দর্শকরা আমাদের এই  ‘মায়া হরিণ’ দেখে তৃপ্তি পাবেন।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )